ISL: সামনে এবার মহামেডান, আইএসএল মেগা ডার্বিতে কি ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল?

Published : Feb 16, 2025, 05:48 PM ISTUpdated : Feb 16, 2025, 06:36 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

এই মুহূর্তে এই ম্যাচটিকে ঠিক মেগা ডার্বিও বলা চলে না।

এদিকে প্রথম ছয়ে থেকে নকআউট পর্বে খেলার সম্ভাবনা প্রায় শেষ বললেই চলে। ফলে, লিগের শেষ পর্যায়ে এসে দুটি দলের লক্ষ্য এখন একটাই। তা হল, লিগ টেবিলে যতটা সম্ভব উপরের দিকে উঠে এসে সম্মানজনক জায়গায় শেষ করা। আর সেই লক্ষ্যেই রবিবার, যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং বনাম ইস্টবেঙ্গল।

তবে হ্যাঁ, সাম্প্রতিক ফর্মের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। এদিকে আবার শেষ তিন ম্যাচেই হেরে বসে আছে মহামেডান স্পোর্টিং। সেখানে সমসংখ্যক ম্যাচে আবার চার পয়েন্ট পেয়েছে লাল হলুদ।

তবে ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাইয়ান এফসির কাছে হারের পর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়েছিলেন, “ঘরের মাঠে এমন হার সমর্থকরা একেবারেই ভালো চোখে দেখেন না। তাই এই হারে আমিও বেশ লজ্জিত। এবার কিন্তু ঘুরে দাঁড়াতেই হবে। জয়ের পথে ফেরাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

কিন্তু লিগ টেবিলের লাস্ট বয় মহামেডানকে নিয়ে তাই একটু বেশিই সতর্ক আছেন ইস্টবেঙ্গল হেডস্যার। তাঁর মতে, “মহামেডানের পরিস্থিতি এখন বেশ কঠিন। তবে এটা এখন সম্মানের লড়াই।”

অপরদিকে ইস্টবেঙ্গলের নয়া বিদেশি মেসি বৌলি বলছেন, “পেশাদার হিসেবে প্রতিটা ম্যাচেই জেতার লক্ষ্যে নামি। আপাতত ইস্টবেঙ্গলকে আইএসএলে যতটা সম্ভব ভালো জায়গায় পৌঁছে দিতে চাই। তারপর এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফর্ম করাই আমার লক্ষ্য।”

ওদিকে লিগের শেষ ডার্বির আগেরদিন অনুশীলন করলেন না রিচার্ড সেলিস, জিকসন সিং এবং মহেশ সিং। এরমধ্যে প্রথম দুজনের আবার চোট রয়েছে। তাছাড়া মহেশকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?