ISL: সামনে এবার মহামেডান, আইএসএল মেগা ডার্বিতে কি ঘুরে দাঁড়াবে ইস্টবেঙ্গল?

এই মুহূর্তে এই ম্যাচটিকে ঠিক মেগা ডার্বিও বলা চলে না।

এদিকে প্রথম ছয়ে থেকে নকআউট পর্বে খেলার সম্ভাবনা প্রায় শেষ বললেই চলে। ফলে, লিগের শেষ পর্যায়ে এসে দুটি দলের লক্ষ্য এখন একটাই। তা হল, লিগ টেবিলে যতটা সম্ভব উপরের দিকে উঠে এসে সম্মানজনক জায়গায় শেষ করা। আর সেই লক্ষ্যেই রবিবার, যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে মহামেডান স্পোর্টিং বনাম ইস্টবেঙ্গল।

তবে হ্যাঁ, সাম্প্রতিক ফর্মের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। এদিকে আবার শেষ তিন ম্যাচেই হেরে বসে আছে মহামেডান স্পোর্টিং। সেখানে সমসংখ্যক ম্যাচে আবার চার পয়েন্ট পেয়েছে লাল হলুদ।

Latest Videos

তবে ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাইয়ান এফসির কাছে হারের পর ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানিয়েছিলেন, “ঘরের মাঠে এমন হার সমর্থকরা একেবারেই ভালো চোখে দেখেন না। তাই এই হারে আমিও বেশ লজ্জিত। এবার কিন্তু ঘুরে দাঁড়াতেই হবে। জয়ের পথে ফেরাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

কিন্তু লিগ টেবিলের লাস্ট বয় মহামেডানকে নিয়ে তাই একটু বেশিই সতর্ক আছেন ইস্টবেঙ্গল হেডস্যার। তাঁর মতে, “মহামেডানের পরিস্থিতি এখন বেশ কঠিন। তবে এটা এখন সম্মানের লড়াই।”

অপরদিকে ইস্টবেঙ্গলের নয়া বিদেশি মেসি বৌলি বলছেন, “পেশাদার হিসেবে প্রতিটা ম্যাচেই জেতার লক্ষ্যে নামি। আপাতত ইস্টবেঙ্গলকে আইএসএলে যতটা সম্ভব ভালো জায়গায় পৌঁছে দিতে চাই। তারপর এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফর্ম করাই আমার লক্ষ্য।”

ওদিকে লিগের শেষ ডার্বির আগেরদিন অনুশীলন করলেন না রিচার্ড সেলিস, জিকসন সিং এবং মহেশ সিং। এরমধ্যে প্রথম দুজনের আবার চোট রয়েছে। তাছাড়া মহেশকে বিশ্রাম দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'যে সামনে আসবে, তার ওপর দিয়েই হেঁটে যাবে' | Dilip Ghosh Latest News Today | Bangla News Today
'অধীর হিন্দু হওয়ার জন্যই হেরে গেছেন', সাম্প্রদায়িক প্রসঙ্গে অধীরকে ধুয়ে যা বললেন শুভেন্দু
Hooghly News: ‘দাঁড়া, মজা দেখাচ্ছি!’ এক মুহূর্তেই বদলে গেল সব! ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল শ্যালকেরা
দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতী হামলা | Hiranyamay Prabhu attack | Bangla News
বারুইপুরে পোষ্য নিয়ে তোলপাড়! TMC নেতার ছেলের বিরুদ্ধে কুকুর চুরির অভিযোগ | Baruipur Dog Stolen News