কারণ, রবিবার গুয়াহাটিতে সবুজ মেরুন ডিফেন্সের প্রধান দুই ভরসা শুভাশিস বোস এবং আলবার্তো রডরিগেজকে প্রথম একাদশে পাবেন না মোহনবাগান কোচ জোসে মোলিনা।
ছন্দে থাকা রণতরী যেন আরও এগিয়ে যেতে চায়। হ্যাঁ, চলতি আইএসএল-এ (ISL) দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)।
শেষ ৬টি ম্যাচে তারা কার্যত অপরাজিত। যার মধ্যে আবার পাঁচটি ম্যাচেই ক্লিনশিট রেখে জয় পেয়েছে তারা। তবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নতুন করে পরিকল্পনামাফিক দল সাজাতে হবে কোচ জোসে মোলিনাকে।
কারণ, রবিবার গুয়াহাটিতে সবুজ মেরুন ডিফেন্সের প্রধান দুই ভরসা শুভাশিস বোস এবং আলবার্তো রডরিগেজকে প্রথম একাদশে পাবেন না মোহনবাগান কোচ জোসে মোলিনা। ফলে, চলতি লিগে ১১টি গোল করা আলাদিন আজারাইকে আটকানো যেন বাড়তি চ্যালেঞ্জ হতে চলেছে মোহনবাগান রক্ষণভাগের সামনে। তাই ডিফেন্সকে শক্তিশালী করাই আপাতত মূল লক্ষ্য।
এদিকে বৃহস্পতিবার, পুরোদমেই প্র্যাকটিস করলেন টম অ্যালড্রেড। তাই এই ম্যাচে ডিপ ডিফেন্সে তাঁর সঙ্গী হবেন দীপেন্দু বিশ্বাস। অপর দুই প্রান্তে আশিস রাই এবং আশিক কুরুনিয়ানের খেলার সম্ভাবনাই সবথেকে বেশি। এদিন এই ফর্মেশনে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করে মোহনবাগান। ওদিকে নর্থইস্ট উইং দিয়ে একাধিক আক্রমণে তুলে আনে। তাদের সেই দৌড় সামলানোর পাশাপাশি নিজেদের সেট-পিস নিয়েও যথেষ্ট ফোকাসড মোলিনা।
এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে গ্রেগ স্টেওয়ার্ট, জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি পেত্রাতোস একসঙ্গে নামতে পারেন নর্থইস্টের বিরুদ্ধে। তাছাড়া এবারের লিগে গোল খাওয়ার বিচারে কোচ জুয়ান পেদ্রো বেনালির দল যেন একেবারে প্রথম সারিতে রয়েছে। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়েছে তারা।
অন্যদিকে, রবিবারের ম্যাচে কার্ড সমস্যায় নেই মহম্মদ বেমামের। এমতাবস্থায় নর্থইস্টের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে পারে মোহনবাগান। এখন দেখার বিষয় এটাই যে, শেষপর্যন্ত ম্যাচের ফলাফল কী দাঁড়ায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।