ISL: জয় চাই শুধু জয় চাই! ওড়িশা এফসির বিরুদ্ধে তিন পয়েন্টই লক্ষ্য বাগানের

আইএসএল-এর (ISL) গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার সন্ধ্যায় মুখোমুখি মোহনবাগান বনাম ওড়িশা এফসি (Mohun Bagan vs Odisha FC)।

আইএসএল-এর (ISL) গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার সন্ধ্যায় মুখোমুখি মোহনবাগান বনাম ওড়িশা এফসি (Mohun Bagan vs Odisha FC)।

ভুবনেশ্বরে এই অ্যাওয়ে ম্যাচে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী সবুজ মেরুন ব্রিগেড। কার্যত, বিপক্ষর মাঠ থেকে তিন পয়েন্ট আদায় করাই প্রধান লক্ষ্য মোহনবাগান কোচ জোসে মোলিনার (Jose Molina)।

Latest Videos

সাতটি ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ওড়িশা রয়েছে নবম স্থানে। ফলে, মোহনবাগানের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে তিন পয়েন্ট তুলে নেওয়ার। কিন্তু তাই বলে বিপক্ষকে একেবারেই হালকাভাবে নিতে চাইছেন না সবুজ মেরুন হেডস্যার। মোলিনার কথায়, “ওড়িশা দলে অনেক ভালোমানের ফুটবলার রয়েছে। হতে পারে এখন হয়ত দল সেরা ছন্দে নেই।”

তিনি আর যোগ করেছেন, “কিন্তু এই টিমের একটা ইতিহাস রয়েছে। সেই কথাও তো আমাদের মাথায় রাখতে হবে। তাই আমি কখনোই ভাবছি না যে, সহজেই ম্যাচটা জিতে যাব। তিন পয়েন্ট পেতে যথেষ্ট লড়াই করতে হবে ছেলেদের। আইএসএল-এ সহজ কোনও ম্যাচই নেই। ওড়িশাও আমাদের হারিয়ে ফর্মে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছে। তাই ওদের হালকাভাবে নিলে ভুগতে হবে আমাদের।”

তবে মোহনবাগান কোচের চিন্তার কারণ গ্রেগ স্টেওয়ার্ট। চোটের জেরে গত কয়েকদিনের মতো এদিনও তিনি অনুশীলন করেননি। গাড়ি থেকে নেমে ক্লাবে ঢোকার সময়েও সামান্য খোঁড়াতে দেখা গেছে তাঁকে। গ্রেগের মেডিক্যাল রিপোর্ট নিয়ে অনুশীলনের সময় সহকারীদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করতে দেখা যায় মোলিনাকে।

তবে কোচের মতে, “দলের আত্মবিশ্বাস তুঙ্গে। ছেলেরা ভালো ফুটবলই উপহার দেবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মাননীয়া আপনার শাড়িতে দুর্নীতির কালো ছোপ ছোপ দাগ' মমতাকে (Mamata) এ কী বললেন অগ্নিমিত্রা ?
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়