
জয়টাকেই যেন অভ্যেসে পরিণত করে ফেলেছে সবুজ মেরুন শিবির। এফসি গোয়াকে ২-০ গোলে হারিয়ে এবার লিগ শিল্ড হাতে তুলল মোহনবাগান (Mohun Bagan)।
আইএসএল লিগ শিল্ড (ISL League Shield) চ্যাম্পিয়ন, তাও আবার টানা দ্বিতীয়বারের জন্য। শুধু জয় নয়, রীতিমতো আধিপত্য রেখেই ম্যাচ জিতল মোহনবাগান। যদিও তারই মাঝে একাধিক রেকর্ড গড়েছে তারা। যা আগে অন্য কোনও দলই অর্জন করতে পারেনি।
দেশের প্রথম কোনও দল হিসেবে টানা দুবার আইএসএল শিল্ড জিতল সবুজ মেরুন ব্রিগেড। গতবার লিগের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। তবে এবার অবশ্য শেষপর্যন্ত অপেক্ষা করতে হয়নি। দিমিত্রি পেত্রাতোসের গোলে ওড়িশাকে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের জন্য লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছিল তারা। তবে আর কোনও দল টানা দুবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হতে পারেনি।
শেষ ম্যাচ হলেও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা গোয়ার বিরুদ্ধে বেশ জোরালোভাবেই শুরু করে মোহনবাগান। যদিও সেই কথা আগেই জানিয়েছিলেন কোচ জোসে মোলিনা। আর গোলরক্ষক হিসেবে এদিন মাঠে নেমেছিলেন ধীরজ সিং। চলতি মরশুমে এটিই ছিল তাঁর প্রথম ম্যাচ। অপরদিকে জেমি ম্যাকলারেনের জায়গায় আসেন গ্রেগ স্টেওয়ার্ট। স্ট্রাইকার হিসাবে দিমিত্রি পেত্রাতোস এবং শুভাশিস বোসের জায়গায় খেলানো হয় আশিক কুরুনিয়নকে।
খেলার প্রথম গোল আসে সেকেন্ড হাফে। লিস্টন কোলাসোর দিকে বল ভাসিয়েছিলেন টম অলড্রেড। কিন্তু লিস্টন সেই বল পাওয়ার আগেই বরিস তা হেড করে গোলরক্ষককে পাস দিতে গেছিলেন। তবে গোয়ান গোলরক্ষক ততক্ষণে বল ধরতে ডানদিকে অনেকটা সরে আসেন। আর বরিসের হেড সোজা গোয়ার জালেই উল্টে জড়িয়ে যায়।
আর একটা গোল পেয়ে যেতেই মোহনবাগানের খিদে আরও বেড়ে যায়। মোহনবাগান রক্ষণ থেকে ভাসানো বল ক্লিয়ার করতে ব্যর্থ হন সন্দেশ ঝিঙ্গান। আর সেই বল তৎক্ষণাৎ কেড়ে নেন জেসন কামিংস। এরপর বল ধরে ঠান্ডা মাথায় জালে জড়িয়ে দেন স্টেওয়ার্ট। পুরো চোখধাঁধানো গোল এবং টিম গেমের ফসল।
লিগ পর্বের শেষ ম্যাচ জিতেই লিগ শিল্ড হাতে তুলল মোহনবাগান। অধিনায়ক শুভাশিস বোসের হাতে শিল্ড উঠতেই গোটা গ্যালারি জুড়ে যেন সবুজ মেরুন ঝড় দেখা গেল। তারপর গোটা দল একসঙ্গে ফ্রেমে এবং সমর্থকদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।