যেন একেবারে শেষ মুহূর্তের কাউন্ট ডাউন।
হোক না গুয়াহাটি। তাই বলে বাঙালির ফুটবলপ্রেমে একটুও ছেদ পড়েনি। কার্যত, ম্যাচের আগে থেকেই যেন টক্কর শুরু হয়ে গেছে। যদিও গত ডার্বিতে ইস্টবেঙ্গলকে (East Bengal) ২-০ গোলে হারিয়ে জয় পেয়েছে মোহনবাগান (Mohun Bagan)। চলতি আইএসএল-এর (ISL) ফিরতি ডার্বিতে নামার আগে অবশ্য আগের তুলনায় কিছুটা ভালো খেলছে লাল হলুদ ব্রিগেড। তবে দলে চোট আঘাতের বিস্তর সমস্যা রয়েছে।
অন্যদিকে, মোহনবাগান যেন দুরন্ত ছন্দে। লিগ টেবিলের শীর্ষে থেকে তারা এই ম্যাচে খেলতে নামছে। তবে ডার্বিতে নামার আগে অনিরুদ্ধ থাপার চোট সবুজ মেরুন জনতাকে চিন্তায় রাখলেও, দলের কোচ যথেষ্টই আত্মবিশ্বাসী বাকি প্লেয়ারদের নিয়ে।
আর এবার ডার্বি নিয়ে মুখ খুললেন দুই প্রধানের দুই প্রাক্তন তারকা। এশিয়ানেট নিউজ বাংলা কথা বলল প্রাক্তন মোহনবাগান গোলরক্ষক শিল্টন পাল (Shilton Paul) এবং প্রাক্তন ইস্টবেঙ্গল মিডফিল্ডার মেহতাব হোসেনের (Mehtab Hossain) সঙ্গে।
এশিয়ানেট নিউজ বাংলাকে শিল্টন জানালেন, “ডার্বি কলকাতার বাইরে চলে গেছে, এটা সত্যিই ভালো লাগেনি। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল, যে কোনও দলের সমর্থকদের জন্যই এটা খারাপ বিষয়। কারণ, যারা মাঠে গিয়ে ম্যাচটা উপভোগ করতে চায়, তাদের জন্য একদমই বিষয়টা ভালো নয়। অবশ্যই মোহনবাগান অ্যাডভান্টেজে থেকেই শুরু করবে। তবে ডার্বির দিনটা নির্ভর করে, সেই দিন ফুটবলারদের এবং দলের মানসিকতা কোন জায়গায় আছে তার উপর।”
তিনি আরও যোগ করেন, “কোন দল কতটা তৈরি, তার উপর নির্ভর করবে ডার্বির ফলাফল। ডার্বি এমন একটা ম্যাচ, যেখানে প্রতিটা ফুটবলার নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। তবে অবশ্যই চাইব মোহনবাগান জিতুক।”
অন্যদিকে, ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা মেহতাব এশিয়ানেট নিউজ বাংলাকে বললেন, “মোহনবাগান এই মুহূর্তে অনেক শক্তিশালী দল। এটা একটা পজিটিভ দিক। কিন্তু বিপরীতে ইস্টবেঙ্গলের রক্ষণে একটা সমস্যা রয়েছে। যেটা মরশুমের শুরু থেকেই ছিল। তবে ব্রুজো আসার পরে একটা পজিটিভ দিক হচ্ছে, দলটা পাল্টা গোল করছে। গোল খেয়েও গোল করতে পারছে। এটা একটা ভালো দিক। তবে হাইলাইন যদি খেলে তাহলে একটু মুশকিল আছে।”
তাঁর কথায়, “তবে হ্যাঁ, সৌভিক খুব ভালো খেলছে। তবে এই ম্যাচ বের করতে গেলে ডিফেন্সিভ মিডফিল্ডারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। তবেই ঘুরে দাঁড়ানো সম্ভব। কিন্তু ডার্বি ম্যাচ বাইরে চলে যাওয়াটা খুবই খারাপ হয়েছে। সমর্থকদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।