পেনাল্টি থেকে গোল হুগো বুমোসের, জামশেদপুরকে ১-০ হারাল এটিকে মোহনবাগান

Published : Dec 08, 2022, 10:06 PM IST
ATKMB

সংক্ষিপ্ত

ঘরের মাঠে জামশেদপুর এফসি-কে ১-০ গোলে হারিয়ে আইএসএল-এ পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান। ৯ ম্যাচ খেলে হুয়ান ফেরান্দোর দলের পয়েন্ট ১৯। 

চলতি মরসুমে একাধিক ম্যাচে শেষমুহূর্তে গোল করে ম্যাচ জিতেছে এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর ম্যাচে জামশেদপুর এফসি-র বিরুদ্ধেও তেমনই জয় পেলেন প্রীতম কোটাল, প্রণয় হালদাররা। এদিন ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে একমাত্র গোল করেন হুগো বুমোস। লাল কার্ড দেখেন জামসেদপুরের ডিফেন্ডার পিটার হার্টলে। জামশেদপুরের তরুণ গোলকিপার বিশাল যাদব এদিনই প্রথম আইএসএল ম্যাচ খেললেন। তিনি অসাধারণ পারফরম্যান্স দেখান। তাঁর লড়াইয়ের সুবাদে মনে হচ্ছিল কলকাতা থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরতে পারে জামশেদপুর। কিন্তু ৮৯ মিনিটে হার্টলে মারাত্মক ভুল করে ফেলায় বিশালের লড়াই বৃথা হয়ে গেল। এদিন জয় পেয়ে আইএসএল-এ পয়েন্ট তালিকায় ৩ নম্বরে উঠে এল এটিকে মোহনবাগান। ৯ ম্যাচ খেলে সবুজ-মেরুনের পয়েন্ট ১৯। দ্বিতীয় স্থানে থাকা হায়দ্রাবাদ এফসি -ও ৯ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট পেয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে হায়দ্রাবাদ। শুক্রবার ঘরের মাঠে ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদ। এই ম্যাচ থেকে যদি ইস্টবেঙ্গল পয়েন্ট পায়, তাহলে এটিকে মোহনবাগানের সুবিধা হবে। 

এদিন অ্যাওয়ে ম্যাচে মুূলত কাউন্টার-অ্যাটাক নির্ভর ফুটবল খেলার কৌশল নেয় জামশেদপুর। এলি সাবিয়া, ঋত্বিক দাস,  জে ইমানুয়েল-টমাস বেশ ভাল পারফরম্যান্স দেখান। তার ফলে বুমোস, লিস্টন কোলাসো, দিমিত্রি পেট্রাটসরা জায়গা পাচ্ছিলেন না। জামশেদপুরের গোলকিপার ২০ বছর বয়সি বিশালও একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। তার ফলে গোল পাচ্ছিল না মেরিনার্সরা। মাঝেমধ্যে আক্রমণে উঠছিল জামশেদপুর। কিন্তু ঈশান পণ্ডিতা এদিন একেবারেই ফর্মে ছিলেন না। তিনি একাধিক সুযোগ নষ্ট করেন। তার ফলে গোল পায়নি জামশেদপুর। এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথও একাধিক ভাল সেভ করেন। খেলার ধারা অনুযায়ী ম্যাচ ড্র হতে পারত। কিন্তু শেষদিকে পেনাল্টি পেয়ে যাওয়ায় জয় পেল এটিকে মোহনবাগান। 

১৫ ডিসেম্বর পরের ম্যাচে ওড়িশা এফসি-র মুখোমুখি হবে এটিকে মোহনবাগান। সেই ম্যাচে জয় পেলে লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে সবুজ-মেরুন। অন্যদিকে, এদিন এটিকে মোহনবাগানের কাছে হেরে লিগ টেবলে ১০ নম্বরেই থাকল জামশেদপুর। ৯ ম্যাচে জামশেদপুরের পয়েন্ট মাত্র ৪। এই মরসুমে মাত্র ১ ম্যাচে জয় পেয়েছে জামশেদপুর। ১৭ ডিসেম্বর পরের ম্যাচে বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে জামশেদপুর। এবারের আইএসএল-এ এখনও পর্যন্ত পয়েন্ট পায়নি একমাত্র নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি। ৮ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে তারা।

আরও পড়ুন-

বিশ্বকাপে ব্রাজিল-ক্রোয়েশিয়ার লড়াইয়ের রেকর্ড কাদের পক্ষে? এগিয়ে না পিছিয়ে নেইমাররা?

নক-আউটে প্রথম গোল পেয়ে আত্মবিশ্বাসী মেসি, ডাচদের বিরুদ্ধে রেকর্ড বদলাতে মরিয়া আর্জেন্টিনা

প্রথম একাদশ থেকে বাদ রোনাল্ডো, প্রথম সুযোগেই হ্যাটট্রিক গনসালো র‍্যামোসের

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata: ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ! স্টেডিয়ামের ভিতরে ঘটে যাওয়া ঘটনার দায় নিতে নারাজ শতদ্রু
Messi in Mumbai: রবির মুম্বইতে মেসি ম্যাজিক! রাজপুত্রর থেকে ফুটবল প্রশিক্ষণ খুদেদের, দেখা হবে সচিন-ধোনি-রোহিত-সুনীলের সঙ্গে?