শেষমুহূর্তের গোলে নর্থ-ইস্টের বিরুদ্ধে জয়, লিগ টেবলে ২ নম্বরে এটিকে মোহনবাগান

ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগানের জয়যাত্রা অব্যাহত। ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড।

ঘরের মাঠে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-কে ২-১ গোলে হারিয়ে এবারের ইন্ডিয়ান সুপার লিগে দ্বিতীয় স্থানে উঠে এল এটিকে মোহনবাগান। বৃহস্পতিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অন্য ম্যাচগুলির তুলনায় কিছুটা নিষ্প্রভ ছিল এটিকে মোহনবাগানের আক্রমণভাগ। কিন্তু তা সত্ত্বেও জয় তুলে নিতে কোনও অসুবিধা হল না। এদিন ম্যাচের ৩৫ মিনিটে প্রথমে গোল করে মেরিনার্সদের এগিয়ে দেন লিস্টন কোলাসো। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধেও গোল হচ্ছিল না। একসময় মনে হচ্ছিল, এটিকে মোহনবাগান ১-০ গোলেই জয় পাবে। কিন্তু সবুজ-মেরুন জনতাকে হতাশ করে দিয়ে ৮১ মিনিটে ডাইভিং হেডে গোল করে সমতা ফেরান অ্যারন ইভানস। সেই সময় মনে হচ্ছিল, এবারের আইএসএল-এ ষষ্ঠ ম্যাচে প্রথম পয়েন্ট পাবে নর্থ-ইস্ট। কিন্তু সবুজ-মেরুন ব্রিগেড গোল খেয়ে হতোদ্যম না হয়ে পড়ে পাল্টা আক্রমণে ঝাঁপায়। সেই আক্রমণের ঢেউ সামাল দেওয়ার ক্ষমতা নর্থ-ইস্টের রক্ষণের ছিল না। গোলকিপার মির্শাদ মিচু একা লড়াই চালাচ্ছিলেন। কিন্তু তাঁর পক্ষেও দলের হার বাঁচানো সম্ভব হয়নি। ৯০ মিনিটে ডাইভিং হেডে গোল করে দলকে ৩ পয়েন্ট এনে দেন এটিকে মোহনবাগানের ডিফেন্ডার শুভাশিস বসু। এই জয়ের ফলে ৫ ম্যাচে ১০ পয়েন্ট পেল মেরিনার্সরা।

এবারের আইএসএল-এ এটিকে মোহনবাগানের শুরুটা অবশ্য ভাল হয়নি। ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র কাছে ১-২ গোলে হেরে যায় মেরিনার্সরা। দ্বিতীয় ম্যাচেই অবশ্য কেরালা ব্লাস্টার্সকে ৫-২ গোলে উড়িয়ে দেয় বাগান। সেই ম্যাচে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রি পেট্রাটস। জনি কাউকো ও লেনি রডরিগেজ একটি করে গোল করেন। পরের ম্যাচ ছিল কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গলকে ২-০ গোলে উড়িয়ে দেয় এটিকে মোহনবাগান। গোল করেন হুগো বুমোস ও মনবীর সিং। সহজেই কলকাতা ডার্বি জিতে সবুজ-মেরুন জার্সিধারীদের মনোবল অনেক বেড়ে যায়। পরের ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তার প্রমাণ পাওয়া যায়। অ্যাওয়ে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দু'বার পিছিয়ে পড়েও সমতা ফেরায় এটিকে মোহনবাগান। ৭৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লেনি। ফলে বাকি সময়টা মেরিনার্সদের ১০ জনে খেলতে হয়। তারপরেও শেষদিকে গোল শোধ করে দেয় বাগান। ২-২ গোলে ড্র হয় ম্যাচ। এরপর বৃহস্পতিবার ঘরের মাঠে জয় পেল হুয়ান ফেরান্দোর দল।

Latest Videos

এরপর ২০ নভেম্বর অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে এটিকে মোহনবাগান।

আরও পড়ুন-

চোট পেয়ে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সেনেগালের তারকা সাদিও মানে

ফুটবল ম্যাচে ১০ জনকে লাল কার্ড দেখালেন রেফারি! নির্ধারিত সময়ের আগেই শেষ খেলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মেসিদের সামনে বায়ার্ন, রিয়াল মাদ্রিদ-লিভারপুল লড়াই

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ