আইএসএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় ফিরল মোহনবাগান দল, বাঁধ ভাঙা উচ্ছ্বাস সমর্থকদের

আইএসএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় ফিরল মোহনবাগান দল, বাঁধ ভাঙা উচ্ছ্বাস সমর্থকদের

Published : Mar 19, 2023, 07:17 PM IST

আইএসএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় ফিরল এটিকে মোহনবাগান দল | কলকাতায় ফিরে সমর্থকদের উচ্ছ্বাস দেখে অভিভূত ফুটবলাররা, সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া পরবর্তী লক্ষ্য, বললেন সঞ্জীব গোয়েঙ্কা |

বেঙ্গালুরু এফসি-কে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতায় ফিরলেন এটিকে মোহনবাগানের ফুটবলাররা। রবিবার বিমানবন্দরের বাইরে আসতেই সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস-আবেগে ভেসে গেলেন দিমিত্রি পেট্রাটস, প্রীতম কোটাল, বিশাল কাইথ, শুভাশিস বসুরা। সমর্থকদের ভিড়ে রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। প্রথমে তো বিমানবন্দরের গেট দিয়ে বেরোতেই পারছিলেন না ফুটবলাররা। কোনওমতে বেরিয়ে টিম বাসে উঠে তাঁরা পৌঁছন দক্ষিণ কলকাতায়। সেখানে মধ্যাহ্নভোজ সেরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় গোটা দল। ছিলেন এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। তিনি জানান, মরসুমের শুরুতেই ঠিক করে নিয়েছিলেন দলের নাম এটিকে মোহনবাগান থেকে বদলে মোহনবাগান সুপার জায়ান্টস করবেন। দল আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই সে কথা ঘোষণা করলেন। আগামী মরসুম নিয়ে এখনই ভাবছেন না। আপাতত সুপার কাপ নিয়েই ভাবছেন। সুপার কাপেও চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য।
কোচ হুয়ান ফেরান্দো সাফল্যের কৃতিত্ব দিলেন সব ফুটবলার, সাপোর্ট স্টাফ-সহ দলের সঙ্গে যুক্ত সবাইকে | 
অধিনায়ক প্রীতম কোটাল বললেন, দল চ্যাম্পিয়ন হওয়ায় সবাই খুশি। অনেক লড়াই করে এই সাফল্য এসেছে। ভবিষ্যতে আরও সাফল্য পাওয়াই তাঁদের লক্ষ্য।

03:45যুবভারতীতে ডায়মন্ডহারবার বধ! ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড
01:47যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ সুনীল ছেত্রীর, উত্তেজনা তুঙ্গে ভক্তদের মধ্যে
01:38Viral Video: মারাকানায় ম্যাচ দেখতে গিয়ে আক্রান্ত আর্জেন্টিনার সমর্থকরা, ক্ষুব্ধ মেসি
02:11David Beckham: আবার ভারতে আসতে চান, জানালেন ডেভিড বেকহ্যাম, দেখুন ভিডিও
01:59Viral Video: টিম বাসে হামলা মার্সেই সমর্থকদের, রক্তাক্ত লিঁয়র কোচ
01:42Mohun Bagan Supar Gaint : ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বদলা, সবুজ-মেরুন শিবিরে উচ্ছ্বাস
01:56Lionel Messi : লিওনেল মেসির কেরিয়ারের ৪৪-তম খেতাব, প্রথম ট্রফি ইন্টার মায়ামির
01:52Naymar Jr : আল-হিলালে যাওয়ার আগে নেইমারকে বিদায়ী সংবর্ধনা পিএসজি-র সতীর্থদের
01:16East Bengal Foundation Day : ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে চাঁদের হাট, সুদিন ফেরার আশায় সমর্থকরা
04:05East Bengal Foundation Day : ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন বাংলাদেশের শিল্পী মেহরিনের