শনিবার আইএসএল ফাইনাল, বেঙ্গালুরু এফসি-র মোকাবিলায় গোয়ায় এটিকে মোহনবাগান

২০২০-২১ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে যায় এটিকে মোহনবাগান। এবারও আইএসএল ফাইনালে পৌঁছে গিয়েছে সবুজ-মেরুন। এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া এটিকে মোহনবাগান। সেই লক্ষ্যেই বেঙ্গালুরু এফসি-র মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড।

Web Desk - ANB | Published : Mar 16, 2023 8:14 AM IST
110
সেমি ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি-কে টাইব্রেকারে হারিয়ে আইএসএল ফাইনালে পৌঁছে গিয়েছে এটিকে মোহনবাগান

এটিকে এফসি ও মোহনবাগানের সংযুক্তির পর এখনও পর্যন্ত একবারও আইএসএল খেতাব আসেনি। এবার চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ এটিকে মোহনবাগানের সামনে। শনিবার বেঙ্গালুরু এফসি-কে হারালেই আসবে খেতাব।

210
শনিবার আইএসএল ফাইনাল, তার আগে বৃহস্পতিবার গোয়া উড়ে গেল এটিকে মোহনবাগান

শনিবার আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি। তার আগে বৃহস্পতিবার কলকাতায় শেষ অনুশীলন করে গোয়া উড়ে গেল সবুজ-মেরুন ব্রিগেড।

310
আইএসএল ফাইনালের আগে নতুন হেয়ারস্টাইল অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রিয়স পেট্রাটস

এটিকে মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকেই অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার দিমিত্রিয়স পেট্রাটস। ফাইনালেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি সবুজ-মেরুনের ৯ নম্বর জার্সিধারী।

410
বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ের রেকর্ড এটিকে মোহনবাগানের পক্ষে

আইএসএল-এ বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ৬ বার মুখোমুখি হয়েছে এটিকে মোহনবাগান। এর মধ্যে ৪ ম্যাচে জয় সবুজ-মেরুনের। বেঙ্গালুরু এফসি-র জয় ১ ম্যাচে এবং ১ ম্যাচ ড্র হয়েছে।

510
২০১৪-১৫ মরসুমে শেষ ম্যাচে বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ড্র করে প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান

সঞ্জয় সেনের কোচিংয়ে প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। এবার হুয়ান ফেরান্দোর কোচিংয়ে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হতে মরিয়া এটিকে মোহনবাগান।

610
চলতি মরসুমে এটিকে মোহনবাগানের সাফল্যের অন্যতম নায়ক কার্ল ম্যাকহিউ

আয়ারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডার কার্ল ম্যাকহিউ চলতি মরসুমে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। তিনি ডিফেন্ডারদের সাহায্য করার পাশাপাশি আক্রমণেও সাহায্য করছেন, নিজেও গোল পাচ্ছেন।

710
এবারের আইএসএল-এর সেরা গোলকিপার এটিকে মোহনবাগানের বিশাল কাইথ, ফাইনালেও তিনি দলের ভরসা

সেমি ফাইনালের দ্বিতীয় লেগে টাইব্রেকারে দলকে জেতান এটিকে মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। তিনি সারা প্রতিযোগিতাতেই অসামান্য পারফরম্যান্স দেখিয়েছেন।

810
এটিকে মোহনবাগানের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন ফরাসি তারকা হুগো বুমোস

এবারের আইএসএল-এ এটিকে মোহনবাগান যে ম্যাচগুলি জিতেছে, তার মধ্যে বেশিরভাগ ম্যাচেই জয়ের অন্যতম নায়ক হুগো বুমোস। ফাইনালেও দলকে জেতাতে তৈরি সবুজ-মেরুন  জনতার প্রিয় ফুটবলার।

910
বিদেশি ফুটবলারদের পাশাপাশি এটিকে মোহনবাগানের বড় শক্তি দেশীয় ব্রিগেড

প্রীতম কোটাল, শুভাশিস বসু, মনবীর সিং, লিস্টন কোলাসোর মতো ভারতীয় ফুটবলাররাও এটিকে মোহনবাগানের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। তাঁদের জন্যই সাফল্য পাচ্ছে দল।

1010
তরুণ ফুটবলাররাও এটিকে মোহনবাগানের বড় শক্তি, তাঁদের উপরেও ভরসা করছে দল

চলতি মরসুমে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে খেলার সুযোগ দিয়েছেন এটিকে মোহনবাগানের কোচ হুয়ান ফেরান্দো। ফাইনালেও প্রয়োজনে তরুণদের কাজে লাগাবেন তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos