Indian Women Football Team: ইতিহাসে গড়ল ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল (afc women u20 championship qualification)। ২০ বছর পর, এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করল তারা। রবিবার, ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে মায়ানমারকে ১-০ গোলে হারিয়ে দেন ব্লু-টাইগ্রেসরা। আর এই জয়ের পর, কার্যত ঐতিহাসিক সৃষ্টি সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় মহিলা ফুটবল দল (india u20 women football team)।
এদিন ছিল গ্রুপ ডি-র ম্যাচ। সেই খেলার ২৭ মিনিটে, ভারতের হয়ে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন পূজা। আর এই জয়ের সুবাদে গ্রুপ শীর্ষে পৌঁছে গেছে তারা। আগামী ২০২৬ সালে, থাইল্যান্ডে বসবে অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপের আসর। এবার সেই মেগা টুর্নামেন্টে খেলতে নামবে অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা ফুটবল দল।
সেই ২০০৬ সালে, ভারতের প্রমীলা বাহিনী শেষবার জুনিয়র মহিলা ফুটবলের এশিয়ান কাপে খেলেছিল। এবার ২০২৫ সালে। উল্লেখ্য, ভারতীয় মহিলা দল ইন্দোনেশিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে। এরপর তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারায় তারা। সেই ম্যাচে অধিনায়ক শুভাঙ্গী সিং এবং উইঙ্গার সুলঞ্জনা রাউল দু’টি করে গোল করেন। এছাড়া শিবানী দেবী নংমেইকাপাম, থোইবিসানা চানু তোইজাম এবং পূজা একটি করে গোল করেন।
এরপর রবিবার, শেষ ম্যাচেও দুরন্ত পারফরম্যান্স ভারতের। এবার মায়ানমারকে হারিয়ে দেয় ভারতের মেয়েরা। পূজার জোরালো শটে গোল আসে এবং বাজিমাত করে টিম ইন্ডিয়া। এবার জুনিয়র এশিয়ান কাপে খেলতে নামবে ব্লু-টাইগ্রেসরা। ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলও ইতিমধ্যেই এএফসি মহিলাদের এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে।
রবিবার, গ্রুপ ডি-র ম্যাচে ২৭ মিনিটে, ভারতের হয়ে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন পূজা। আর এই জয়ের সুবাদে গ্রুপ শীর্ষে পৌঁছে গেল তারা। আগামী ২০২৬ সালে, থাইল্যান্ডে বসবে অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপের আসর। এবার সেই মেগা টুর্নামেন্টে খেলতে নামবে অনূর্ধ্ব-২০ ভারতীয় মহিলা ফুটবল দল।