
Indian Women's League Champion East Bengal: মধুরেণ সমাপয়েৎ। ইন্ডিয়ান উইমেনস লিগের (Indian Women's League 2024-2025) শেষ ম্যাচে নিজেদের মাঠে গোকুলাম কেরালা এফসি-কে (Gokulam Kerala FC) ৩-০ উড়িয়ে দিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। ১৪ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে সবার আগে ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে রানার্স হল গোকুলাম কেরালা। গত ম্যাচে ওড়িশা এফসি-র (Odisha FC Women) বিরুদ্ধে ১-০ জয় পাওয়ার পরেই মহিলাদের জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়ে যায় ইস্টবেঙ্গল। শুক্রবার নিজেদের মাঠে শেষ ম্যাচ নেহাতই নিয়মরক্ষার ছিল। এই ম্যাচেও সহজ জয় এল। প্রথমার্ধেই তিন গোল হয়ে যায়। ২৮ মিনিটে প্রথম গোল করেন ঘানার স্ট্রাইকার এলশাদাই আচিয়ামপং (Elshaddai Acheampong)। তিনি ৩৭ মিনিটে ব্যবধান বাড়ান। এরপর ৪২ মিনিটে তৃতীয় গোল করেন সৌম্যা গুগুলথ (Soumya Guguloth)। দ্বিতীয়ার্ধের আর গোল হল না।
দলগত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
এবারের ইন্ডিয়ান উইমেনস লিগে অসাধারণ পারফরম্যান্স দেখাল ইস্টবেঙ্গল। বিদেশি ফুটবলারদের পাশাপাশি ভারতের মহিলা ফুটবলাররাও দলের সাফল্যে অবদান রাখলেন। এলশাদাই, সৌম্যা, রেস্টি নানজিরির (Resty Nanziri) মতো ফুটবলাররা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখালেন। দলের বাকিদেরও অবদান ছিল। ১০ গোল করে সর্বাধিক গোলদাতা এলশাদাই। ৯ গোল করে তাঁর ঠিক পরেই আছেন সৌম্যা। তিনি ওড়িশা এফসি-র বিরুদ্ধে গোল করে ইস্টবেঙ্গলকে প্রথমবার মহিলাদের জাতীয় লিগ জেতান। ফলে লাল-হলুদের ইতিহাসে জায়গা করে নিলেন সৌম্যা।
মাঠের বাইরেও নজির ইস্টবেঙ্গলের
এদিন ঘরের মাঠে মহিলা দলের ম্যাচ দেখতে হাজির হন অনেক ইস্টবেঙ্গল সমর্থক। পুরুষদের ফুটবলে গ্যালারিতে টিফো দেখা যায়। শুক্রবার ভারতীয় ফুটবলে প্রথমবার মহিলাদের কোনও ম্যাচে গ্যালারিতে থ্রিডি টিফো দেখা গেল। এই নজির গড়লেন ইস্টবেঙ্গল সমর্থকরা। পুরুষদের ফুটবলে সাফল্য না এলেও, মহিলা দল জাতীয় লিগ চ্যাম্পিয়ন হওয়ায় খুশি লাল-হলুদ শিবির। রবিবার শুরু হচ্ছে সুপার কাপ। ইস্টবেঙ্গল সমর্থকদের আশা, মহিলাদের সাফল্যে অনুপ্রাণিত হবে পুরুষ দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।