
Lionel Messi Wonder Goal: মাঝমাঠে যখন সতীর্থর কাছ থেকে বল পেলেন, তখন সামনে বিপক্ষ দলের তিনজন ডিফেন্ডার। প্রথমজন কাছেই ছিলেন। তাঁকে গতিতে পিছনে ফেলে দিয়ে বক্সের দিকে এগিয়ে গেলেন। পিছন থেকে অন্য এক ডিফেন্ডার এসে ট্যাকল করার চেষ্টা করলেন। কিন্তু অনায়াসে সেই বাধা টপকে গেলেন। বক্সের মধ্যে ঘিরে ধরলেন চারজন ডিফেন্ডার। অনায়াসে সেই বাধাও টপকে গেলেন। এবার সামনে থেকে এক ডিফেন্ডার ট্যাকল করতে এলেন। তাঁকেও ড্রিবল করে গোলকিপারের মাথার উপর দিয়ে জালে বল জড়িয়ে দিলেন। সারা মাঠ হতবাক। বিপক্ষ দলের গোলকিপারের মুখ দেখে মনে হচ্ছিল বিশ্বাসই করতে পারছেন না এরকম গোল হতে পারে। কিন্তু লিওনেল মেসির (Lionel Messi) পক্ষে সবই সম্ভব। এই কারণেই ৩৮ বছরেও তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।
বার্সেলোনার (Barcelona) হয়ে খেলার সময় রিয়াল মাদ্রিদের (Real madrid) ডিফেন্ডারদের অনায়াসে ড্রিবল করে গোলকিপার ইকের ক্যাসিয়াসকে (Iker Casillas) দাঁড় করিয়ে রেখে বিস্ময় গোল করেছিলেন মেসি। ২০০৭ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions Trophy) গেটাফের (Getafe) বিরুদ্ধে সবাইকে হতবাক করে দিয়ে গোল করেছিলেন। ধারাভাষ্যকাররা আখ্যা দিয়েছিলেন 'আঙ্কারা মেসি' (Ankara Messi)। ১৮ বছর পর তেমনই গোল করলেন এই কিংবদন্তি। ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে মন্ট্রিলের (CF Montreal) বিরুদ্ধে জোড়া গোল করেন মেসি। এর মধ্যে দ্বিতীয় গোল নিয়ে বিশ্বজুড়ে হইচই হচ্ছে। মেসির অনুরাগীরা উচ্ছ্বসিত। এই গোল দেখে মন্ট্রিলের সমর্থকরাও মেসিকে কুর্ণিশ জানান।
সদ্য ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup 2025) পিএসজি-র কাছে হেরে ছিটকে গিয়েছে ইন্টার মায়ামি। তবে মন্ট্রিলকে ৪-১ উড়িয়ে ঘুরে দাঁড়ালেন মেসিরা। মেজর লিগ সকারে (Major League Soccer) এবার ভালো ফল করাই ইন্টার মায়ামির লক্ষ্য। এই লক্ষ্যপূরণে দলের সবচেয়ে বড় ভরসা সেই মেসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।