Kalinga Super Cup 2025: কেরালা ব্লাস্টার্সের কাছে হার, কলকাতা ডার্বি এড়িয়ে স্বস্তিতে ইস্টবেঙ্গল

Published : Apr 20, 2025, 11:03 PM ISTUpdated : Apr 20, 2025, 11:41 PM IST
East Bengal

সংক্ষিপ্ত

East Bengal FC: ইস্টবেঙ্গলের আরও এক ব্যর্থতার মরসুম শেষ হল। আইএসএল, এএফসি টুর্নামেন্টের পর কলিঙ্গ সুপার কাপেও (Kalinga Super Cup 2025) ব্যর্থ হলেন লালচুংনুঙ্গা, আনোয়ার আলিরা। প্রথম ম্যাচেই হেরে বিদায় নিল লাল-হলুদ ব্রিগেড।

Kerala Blasters FC vs East Bengal FC: মরসুমের শেষে আরও এক সম্ভাব্য কলকাতা ডার্বি (Kolkata Derby) হারের লজ্জা এড়াতে পারল ইস্টবেঙ্গল (East Bengal FC)। মধ্য এপ্রিলে তপ্ত আবহাওয়ায় ঘাম মুছে এ কথা ভেবে সাময়িক স্বস্তি পেতে পারে লাল-হলুদ জনতা। কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup 2025) কোয়ার্টার-ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) সামনে পড়লে ফের হেরে যাওয়ার আশঙ্কা তো ছিলই, বড় ব্যবধানেও হেরে যেতে পারত ইস্টবেঙ্গল। তার বদলে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters FC) কাছে হেরে যাওয়া সম্মানজনক। অতীতে ইস্টবেঙ্গল যে কোনও টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামত। গত কয়েক বছর ধরে শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে লাল-হলুদ ব্রিগেড। এবারের কলিঙ্গ সুপার কাপেও ঠিক সেটাই হল।

বিবর্ণ পারফরম্যান্সে বিদায় ইস্টবেঙ্গলের

রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ০-২ হেরে গেল ইস্টবেঙ্গল। ব্যবধান বাড়তেই পারত। সারা ম্যাচে ইস্টবেঙ্গলের প্রাপ্তি বলতে ৪৩ মিনিটে বিষ্ণু পি ভি-র শট। বাঁ পায়ের মাটিঘেঁষা শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে মেসি বৌলির শট বারের উপর দিয়ে উড়ে যায়। এছাড়া আর গোলের সুযোগ তৈরি করতে পারেনি ইস্টবেঙ্গল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন কেরালা ব্লাস্টার্সের জেসাস জিমেনেজ। তিনিই ৪১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে কেরালা ব্লাস্টার্সকে এগিয়ে দেন। প্রথমে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জিমেনেজ। রেফারি দ্বিতীয়বার পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন। এবার গোল করেন জিমেনেজ। ৬৪ মিনিটে দ্বিতীয় গোল করেন নোয়া সাদাউ।

ইস্টবেঙ্গলের মরসুম শেষ

চলতি মরসুমে ইস্টবেঙ্গলের আর কোনও ম্যাচ নেই। রবিবারই মরসুম শেষ হয়ে গেল। আগামী মরসুমের জন্য দলগঠন নিয়ে ভাবনা-চিন্তা করতে হবে কর্মকর্তাদের। না হলে আগামী মরসুমেও ভালো ফল হবে না। আইএসএল-এ এখনও পর্যন্ত ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি ইস্টবেঙ্গল। ভালো দল গড়তে না পারলে আগামী মরসুমেও ফল হবে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?