Kalinga Super Cup 2025: রবিবার সুপার কাপে ইস্টবেঙ্গলের ম্যাচ, কীভাবে দেখা যাবে খেলা?

Published : Apr 20, 2025, 12:52 AM IST
East Bengal

সংক্ষিপ্ত

East Bengal FC: আইএসএল-এ (Indian Super League) ফের ব্যর্থতার পর এবার কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2025) খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার প্রথম ম্যাচ অত্যন্ত কঠিন হতে চলেছে।

Kalinga Super Cup 2025 Telecast: রবিবার শুরু হচ্ছে কলিঙ্গ সুপার কাপ ২০২৫ (Kalinga Super Cup 2025)। উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্স এফসি-র (Kerala Blasters FC) মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল (East Bengal FC)। এই ম্যাচ হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। রবিবার বিকেল সাড়ে চারটেয় এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চার্চিল ব্রাদার্স এফসি গোয়া (Churchill Brothers FC Goa) সুপার কাপ থেকে নাম তুলে নিয়েছে। ফলে বাই পেয়ে সরাসরি কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এই ম্যাচ হওয়ার কথা ছিল রবিবার রাত আটটায়। সেই সময়ই ইস্টবেঙ্গল-কেরালা ব্লাস্টার্স ম্যাচ হতে চলেছে। কলকাতা থেকে যে ইস্টবেঙ্গল সমর্থকরা ভুবনেশ্বরে গিয়ে ম্যাচ দেখে রাতেই বাড়ি ফেরার জন্য রওনা হওয়ার পরিকল্পনা করেছিলেন, তাঁদের সমস্যা হতে পারে।

রবিবার কীভাবে দেখা যাবে ম্যাচ?

বেশিরভাগ ইস্টবেঙ্গল সমর্থকই ভুবনেশ্বরে ম্যাচ দেখতে যাচ্ছেন না। তাঁরা বাড়িতে বা অন্য কোথাও বসে ম্যাচ দেখতে চান। তাঁদের জেনে রাখা ভালো, এই ম্যাচ টেলিভিশনে কোনও চ্যানেলে দেখানো হবে না। স্টার স্পোর্টস নেটওয়ার্কে এই ম্যাচ সম্প্রচারিত হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় আইপিএল (IPL 2025) ম্যাচ চলবে। এই কারণে টিভিতে সুপার কাপের ম্যাচ দেখা যাবে না। লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার অ্যাপ, ওয়েবসাইটে।

ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের মতোই এবারের আইএসএল-এর সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি কেরালা ব্লাস্টার্স। ফলে এই দুই দলের কাছেই কলিঙ্গ সুপার কাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবারের ম্যাচে যে দল জয় পাবে, তারা কোয়ার্টার-ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। ফলে ইস্টবেঙ্গল যদি রবিবার জয় পায়, তাহলে ফের কলকাতা ডার্বি হবে। সেই আশায় আছেন বাংলার ফুটবলপ্রেমীরা। সম্প্রতি কলকাতা ডার্বি মানেই সবুজ-মেরুন ব্রিগেডের জয়জয়াকার। ফলে এবারও ইস্টবেঙ্গলের মুখোমুখি হলে এগিয়ে থেকেই শুরু করবে মোহনবাগান সুপার জায়ান্ট

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?