Kerala Blasters: আদ্রিয়ান লুনার পর আরও এক ফুটবলার কেরালা ব্লাস্টার্স ছাড়ছেন? সমস্যায় দল

Published : Jan 02, 2026, 06:32 PM IST
Kerala Blasters: আদ্রিয়ান লুনার পর আরও এক ফুটবলার কেরালা ব্লাস্টার্স ছাড়ছেন? সমস্যায় দল

সংক্ষিপ্ত

Kerala Blasters: ক্যাপ্টেন আদ্রিয়ান লুনার পর, আরও এক বিদেশি ফুটবলার এবার কেরালা ব্লাস্টার্স ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। সাধারণত সেপ্টেম্বর মাসে, আইএসএল শুরু হত। তবে এবার যে কবে শুরু হবে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণাই নেই।

Kerala Blasters: আইএসএল নিয়ে সমস্যা অব্যাহত। ভারতের অন্যতম প্রধান ফুটবল লিগের ভবিষ্যৎ কোন পথে (indian super league 2025)? তা এখনও পরিষ্কার নয়। ইন্ডিয়ান সুপার লিগ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাওয়ায়, কেরালা ব্লাস্টার্স বড়সড় সংকটের মুখে পড়েছে। 

কেরালা ছাড়ছেন লুনা?

ক্যাপ্টেন আদ্রিয়ান লুনার পর, আরও এক বিদেশি ফুটবলার এবার কেরালা ব্লাস্টার্স ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। সাধারণত সেপ্টেম্বর মাসে, আইএসএল শুরু হত। তবে এবার যে কবে শুরু হবে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণাই নেই। 

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে আইএসএল-এর ক্লাবগুলিকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে রাজি নয় ক্লাবগুলি (indian super league controversy)। তারই মধ্যে ক্যাপ্টেন আদ্রিয়ান লুনা এবং পর্তুগিজ ফুটবলার থিয়াগো আলভেজ কেরালা ব্লাস্টার্স ছেড়ে দিয়েছেন। থিয়াগো আলভেস মাত্র ৬৮ মিনিট খেলে দলকে বিদায় জানিয়েছেন। '

অন্যদিকে, আদ্রিয়ান লুনার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও নতুন ক্লাবের সন্ধান করছেন তিনি। নোহা সাদোই, কোল্ডো ওবিয়েতা, ডুসান লাগাতোর এবং জুয়ান রড্রিগেজ হলেন ব্লাস্টার্সে থাকা বাকি বিদেশি ফুটবলাররা।

ভারতীয় ফুটবলাররাও সম্ভাব্য বিদেশি লিগে

তারাও কি এবার দল ছাড়বেন? তা নিয়েও জল্পনা চলছে। অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকাটা তাদের পারফরম্যান্স এবং ক্যারিয়ারে প্রভাব ফেলবে বলে জানুয়ারি মাসের মিড-সিজন ট্রান্সফার উইন্ডোতে নতুন ক্লাব খোঁজার চেষ্টায় রয়েছেন তারা। এদিকে কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্টও স্পষ্ট করে দিয়েছে যে, যারা চলে যেতে চায়, তাদের আটকানো হবে না। এর ফলে, আদতে ভারতীয় ফুটবলাররাও সম্ভাব্য বিদেশি লিগে খেলার চেষ্টা শুরু করেছেন।

শুধু ফুটবলাররাই নন, কোচিং স্টাফরাও নতুন সুযোগ খুঁজছেন। বেশিরভাগ কর্মী ইতিমধ্যেই ক্লাব ছেড়ে চলে গেছেন। বাকিদের ভবিষ্যৎও অনিশ্চিত। ক্লাব ম্যানেজমেন্ট কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ইতিমধ্যেই। শুধু ব্লাস্টার্সই নয়, আইএসএলের অন্য ক্লাবগুলিও এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: ফের ধোঁয়াশা আইএসএল নিয়ে! ফেডারেশনের প্রস্তাবে রাজি নয় ক্লাবগুলি?
লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নতুন বছরে অবসরের তালিকায় বিশ্বের সেরা তারকারা!