Lionel Messi: কবে আসছেন মেসিরা? দিনক্ষণ জানিয়ে দিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী

Published : Jun 07, 2025, 10:03 PM ISTUpdated : Jun 07, 2025, 10:20 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

Argentina National Football Team: ১৪ বছরের ব্যবধানে ফের ভারতে আসছেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে এবার আর কলকাতায় নয়, প্রদর্শনী ম্যাচ খেলতে কেরলে আসছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। মেসিদের এই সফর ঘিরে সেজে উঠছে কেরল।

Argentina National Football Team in Kerala: গত কয়েক মাস ধরে জটিলতার পর অবশেষে লিওনেল মেসিদের (Lionel Messi) কেরলে আসার দিনক্ষণ জানা গেল। শনিবার আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের (Argentina national football team) প্রদর্শনী ম্যাচ খেলতে আসার সম্ভাব্য তারিখ জানিয়ে দিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান (Kerala Sports Minister V Abdurahiman)। তিনি জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর বা নভেম্বরে কেরলে আসছে আর্জেন্টিনা দল। মেসিদের রাজ্য সরকারের অতিথি হিসেবে গণ্য করা হবে। তাঁদের নিরাপত্তা, থাকা-সহ যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব নিচ্ছে কেরল সরকার। এর আগে জানা গিয়েছিল, স্পনসর নিয়ে জটিলতার কারণে আর্জেন্টিনা দলের কেরলে আসা অনিশ্চিত। গত মাসে কেরলের ক্রীড়ামন্ত্রী জানান, ‘আমরা এখনও এটা বলতে পারছি না যে মেসি ও আর্জেন্টিনা দল কেরলে আসবে না। যদিও কয়েকটা বিষয়ে দেরি হচ্ছে। তবে এই মুহূর্তে কোনও সংশয় নেই।’ এবার তিনি নিশ্চিতভাবে জানালেন, মেসিরা কেরলে আসছেন।

গত বছর থেকে মেসিদের কেরল সফর নিয়ে জটিলতা

গত বছর কেরল সরকার ঘোষণা করে, প্রদর্শনী ম্যাচ খেলতে কেরলে আসবেন মেসিরা। কিন্তু তাঁরা কবে আসবেন, কোন দলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গত মাসে জল্পনা তৈরি হয়, স্পনসরদের সঙ্গে চুক্তি সংক্রান্ত সমস্যার জেরে কেরল সফর বাতিল করে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা। কেরলের ক্রীড়ামন্ত্রী জানান, আর্জেন্টিনা দলের এই সফরের বিষয়ে যাবতীয় দায়িত্ব স্পনসরদের। রাজ্য সরকারের কোনও দায়িত্ব নেই। তবে শনিবার কেরলের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, স্পনসররা প্রয়োজনীয় ম্যাচ ফি জমা দিয়েছেন। ফলে আর্জেন্টিনা দলের কেরলে আসা নিয়ে আর কোনও জটিলতা নেই।

মেসিদের কেরলে আসা নিশ্চিত

সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মেসিদের কেরলে আসার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়ামন্ত্রী। তিনি স্পনসরদের ধন্যবাদ জানিয়েছেন। অক্টোবর-নভেম্বরে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচের জন্য সময় পাওয়া যাবে। এই কারণেই সেই সময় কেরলে আসতে পারেন মেসিরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল