Real Madrid: ৬৬ ঘণ্টার মধ্যে জোড়া ম্যাচ, জিতেও সূচি নিয়ে ক্ষোভ রিয়াল মাদ্রিদ কোচের

Published : Mar 16, 2025, 04:06 PM ISTUpdated : Mar 16, 2025, 04:31 PM IST
Real Madrid

সংক্ষিপ্ত

Real Madrid: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি লা লিগা খেতাবের জন্যও লড়াই করছে রিয়াল মাদ্রিদ। এই পরিস্থিতিতে সূচি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি।

La Liga: ভিলারিয়ালকে (Villarreal) হারিয়ে লা লিগায় (La Liga) পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেলেও, সূচি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। কারণ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) অ্যাটলেটিকো মাদ্রিদের (Atletico de Madrid) বিরুদ্ধে খেলার ৬৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে হল। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের ম্যাচ নির্ধারিত সময়ে শেষ হয়নি। অতিরিক্ত সময়ের পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেই ম্যাচ খেলার পর লা লিগায় ভিলারিয়ালের বিরুদ্ধে কঠিন ম্যাচ খেলতে হল রিয়াল মাদ্রিদকে। ফিফার পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, ফুটবলারদের অন্তত ৭২ ঘণ্টা বিশ্রাম দিতে হবে। সে কথা উল্লেখ করেই অ্যান্সেলোত্তি বলেছেন, এরপর তাঁর দল আর অন্তত ৭২ ঘণ্টার বিরতি ছাড়া কোনও ম্যাচ খেলবে না।

লা লিগার সূচি নিয়ে ক্ষোভ

লা লিগা কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অ্যান্সেলোত্তি বলেছেন, 'এই খেলোয়াড়রা ৩ জানুয়ারি থেকে যে প্রচণ্ড পরিশ্রম করে চলেছে, তার জন্য ওদের ধন্যবাদ জানাতেই হবে। আমরা এই শেষবার ৭২ ঘণ্টার কম সময় বিশ্রাম নিয়ে কোনও ম্যাচ খেললাম। এরপর আর খেলব না। আমরা দু'বার লা লিগা কর্তৃপক্ষকে সূচি বদলের অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। এই দলে বিশেষ কিছু আছে। খেলোয়াড়দের চরিত্রের দৃঢ়তা এবং দায়বদ্ধতা উল্লেখযোগ্য।' ফুটবলারদের পাশে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ আরও বলেছেন, ‘ভিলারিয়ালের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে দল ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু সেটা স্বাভাবিক। এই জয় দলের মহত্ব এবং আমাদের দলে কত সম্পদ আছে, তার প্রমাণ দেয়।’

এমবাপের জোড়া গোল

ভিলারিয়ালের বিরুদ্ধে ম্যাচের সপ্তম মিনিটেই হুয়ান ফয়িথের গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। তবে ১০ মিনিটের মধ্যেই সমতা ফেরান কিলিয়ান এমবাপে। তিনি ২৩ মিনিটে জয়সূচক গোল করেন। এই জয়ের ফলে ২৮ ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে আপাতত লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

PREV
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে