কলকাতার ফুটবলপ্রেম বুঝে গিয়েছেন। এ শহরে এসে তাঁকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা টের পেয়েছেন। সেই কারণেই ফের ভারতে আসতে পারেন বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি।
২০১১ সালে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে খেলেছিলেন। ১৩ বছর পর ফের কলকাতায় আসতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত সম্প্রতি বিশ্ব ফুটবলের একাধিক তারকাকে কলকাতায় নিয়ে এসেছেন। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডিনহো কলকাতায় এসেছেন। এবার মেসিকে দ্বিতীয়বার কলকাতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন শতদ্রু। তিনি আলোচনা চালাচ্ছেন। তবে মেসি ফের কবে কলকাতায় আসবেন, সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আলাপ-আলোচনা প্রাথমিক স্তরে রয়েছে বলে জানা গিয়েছে। মেসির পাশাপাশি কলকাতায় আসতে পারেন তাঁর জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া।
বাংলাদেশেও যেতে পারেন মেসি
শতদ্রু জানিয়েছেন, কলকাতার পাশাপাশি বাংলাদেশেও যেতে পারেন মেসি ও ডি মারিয়া। বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে। ভারতে লোকসভা নির্বাচনের সূচি এখনও ঘোষণা করা হয়নি। সেই কারণে আর্জেন্টিনার এই দুই তারকার ভারত-বাংলাদেশ সফরের দিন ঠিক হয়নি। মেসি ও ডি মারিয়া অবশ্য একসঙ্গে কলকাতায় আসছেন না। শতদ্রু জানিয়েছেন, প্রথমে কলকাতায় আসবেন ডি মারিয়া। তিনি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর কলকাতায় আসবেন মেসি। নিরাপত্তাব্যবস্থা-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে। তবে মেসি ও ডি মারিয়ার কলকাতা সফর নিশ্চিত।
কলকাতায় এসেছেন পেলে-মারাদোনা
একাধিকবার কলকাতায় এসেছেন বিশ্বের সর্বকালের সেরা দুই ফুটবলার প্রয়াত দিয়েগো মারাদোনা ও পেলে। তাঁদের সফর ঘিরে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা। ২০১১ সালে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের টিকিট নিয়ে হাহাকার দেখা গিয়েছিল। এমিলিনিয়ানো, রোনাল্ডিনহোকে ঘিরেও কলকাতার ফুটবলপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছিল। তবে মেসি দ্বিতীয়বার কলকাতায় এলে তাঁকে ঘিরে উন্মাদনা চরমে পৌঁছবে। এখন থেকেই সেই আশায় বুক বাঁধছে কলকাতা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Lionel Messi: বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার বর্ষপূর্তি, উচ্ছ্বসিত লিওনেল মেসি
Lionel Messi: 'ব্রাজিলে ফের নিপীড়নের শিকার আর্জেন্টিনিয়ানরা,' সরব মেসি
Ballon d'Or 2023: অষ্টম ব্যালন ডি'অর, সবার ধরাছোঁয়ার বাইরে লিওনেল মেসি