২০২৩ সালে ক্লাব ও জাতীয় দলে সমস্যা কাটিয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২৪ সালে আরও সাফল্যের লক্ষ্যে তৈরি হচ্ছেন এই তারকা ফুটবলার।
২০২৩ সালে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৪ গোল করেছেন। সারা বিশ্বে সর্বাধিক গোলদাতা হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নতুন বছরেও সবচেয়ে বেশি গোল করাই লক্ষ্য বলে জানিয়েছেন এই তারকা। ৫ বারের ব্যালন ডি'অর জয়ী রোনাল্ডো গত কয়েক বছর ধরেই বিশ্বের সেরা ফুটবলারের খেতাব পাচ্ছেন না। ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাব ফুটবলে এসে মূলস্রোত থেকে কিছুটা দূরেও সরে গিয়েছেন তিনি। তবে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে সেরা পারফরম্যান্স দেখাচ্ছেন এই তারকা। দলকে ট্রফিও জিতিয়েছেন 'সি আর সেভেন'। তিনি পর্তুগালকে ২০২৪ সালের ইউরো কাপের যোগ্যতা অর্জন করতেও সাহায্য করেছেন। এটাই তাঁর শেষ ইউরো কাপ হতে চলেছে। ফের জাতীয় দলকে ইউরোপের সেরা করাই রোনাল্ডোর লক্ষ্য।
ইউরোপের সেরা স্ট্রাইকারদের টেক্কা রোনাল্ডোর
২০২৩ সালে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের জাতীয় দল মিলিয়ে ৫২ গোল করেন হ্যারি কেন। পিএসজি ও ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপেও ৫২ গোল করেন। ম্যাঞ্চেস্টার সিটি ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হ্যালান্ড ৫০ গোল করেছেন। কিন্তু তাঁদের টপকে সর্বাধিক গোল করেছেন রোনাল্ডো। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে বাধ্য হওয়ার সময় তিনি সমস্যায় ছিলেন। কিন্তু এখন আবার স্বমহিমায় বিরাজ করছেন পর্তুগালের তারকা ফুটবলার।
বিদায়ী বছরে পারফরম্যান্সে খুশি রোনাল্ডো
সৌদি আরবের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, 'আমি খুব খুশি। এ বছর আমার জন্য খুব ভালো কেটেছে। ব্যক্তিগতভাবে যেমন ভালো বছর কেটেছে, তেমনই দলগতভাবেও সাফল্য পেয়েছি। আমি অনেক গোল করেছি। আল-নাসর ও জাতীয় দলকে আমি অনেক সাফল্য পেতে সাহায্য করেছি। এর জন্য আমার ভালো লাগছে। আমি খুব খুশি হয়েছি। আগামী বছরে আমি একইরকম সাফল্য পেতে চাই।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Jude Bellingham: ক্রিকেটও ভালোই খেলেন রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যাম, ভাইরাল ভিডিও
FC Barcelona: বার্সেলোনার ঘরের মাঠে ঘুরে বেড়াচ্ছে বাঘ! ভাইরাল ভিডিও