সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছেন লিওনেল মেসি, তাতেও পিছু ছাড়ছেন না হটেস্ট ফ্যান সুজি কর্টেজ

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তাঁর অনুরাগীদের কাছে দেবশিশুর মতো। ২ দশক আগে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে খেলা শুরু করার পর থেকেই মেসির ভাবমূর্তি উজ্জ্বল। এখনও পর্যন্ত কোনওদিন মেসিকে নিয়ে কোনও কলঙ্কের কথা শোনা যায়নি। ভাবমূর্তির ব্যাপারে সচেতন মেসি।

Soumya Gangully | Published : Jun 24, 2023 7:57 AM IST
110
লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো সোশ্যাল মিডিয়ায় ব্লক করলেও দমতে নারাজ সুজি কর্টেজ

প্রাক্তন মিস বামবাম সুজি কর্টেজের আচরণে বিরক্ত হয়ে তাঁকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছেন লিওনেল মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। কিন্তু তারপরেও মেসির পিছু ছাড়তে নারাজ সুজি।

210
তলপেটে লিওনেল মেসির ছবি ট্যাটু করিয়েছেন প্রাক্তন মিস বামবাম সুজি কর্টেজ

প্রাক্তন মিস বামবাম সুজি কর্টেজ বারবার লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। কয়েক মাস আগে তলপেটে মেসির ছবি ট্যাটু করিয়েছেন সুজি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

310
সুজি কর্টেজকে নিয়ে যাতে কোনওরকম বিতর্কে জড়িয়ে না পড়েন, তার জন্যই ব্লক করেছেন লিওনেল মেসি

লিওনেল মেসি সবসময়ই ভাবমূর্তি বজায় রাখার ব্যাপারে সচেতন। আন্তোনেলা রোকুজ্জো ছাড়া অন্য কোনও মহিলার সঙ্গে কোনওদিন তাঁর সম্পর্কের কথা শোনা যায়নি। সেই কারণেই সুজি কর্টেজকে এড়িয়ে চলতে চান মেসি।

410
লিওনেল মেসি সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিলেও তাঁকে নিয়ে চর্চায় সুজি কর্টেজ

সুজি কর্টেজ ব্রাজিলিয়ান। কিন্তু তাঁর প্রিয় ফুটবলার লিওনেল মেসি। প্রিয় ফুটবলারের প্রতি অনুরাগ কমছে না সুজির। সেই কারণেই মেসি সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দেওয়ার পরেও তাঁকে নিয়ে সবসময়ই চর্চায় প্রাক্তন মিস বামবাম।

510
গোপনাঙ্গে লিওনেল মেসির ট্যাটু করিয়েছেন প্রাক্তন মিস বামবাম সুজি কর্টেজ

প্রাক্তন মিস বামবাম সুজি কর্টেজ জানিয়েছেন, তিনি যখন প্রথমবার মেক্সিকো গিয়েছিলেন, তখন সেখানকার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, গোপনাঙ্গে লিওনেল মেসির ছবি ট্যাটু করাবেন। সে কথা রেখেছেন তিনি।

610
লিওনেল মেসির কাছ থেকে কোনওরকম সাড়া না পেয়ে তাঁর অনুরাগীদের সাহায্য চাইছেন সুজি কর্টেজ

সোশ্যাল মিডিয়ায় বারবার লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জোকে নানা পোস্টে ট্যাগ করতেন সুজি কর্টেজ। বিরক্ত হয়ে তাঁকে ব্লক করে দিয়েছেন মেসি ও আন্তোনেলা। এরপর সোশ্যাল মিডিয়ায় মেসির অনুরাগীদের কাছ থেকে সাহায্য চাইছেন সুজি। তাঁর আর্জি, অনুরাগীরা যেন তাঁকে আনব্লক করে দিতে বলেন মেসিকে।

710
লিওনেল মেসি বিশ্বকাপ জেতার পর টেলিভিশন সেটেই চুম্বনরত অবস্থায় দেখা যায় সুজি কর্টেজকে

লিওনেল মেসি আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন সুজি কর্টেজ। সেই ছবিতে দেখা যায়, তিনি টেলিভিশন সেটে মেসিকে চুম্বন করছেন।

810
সুজি কর্টেজ জানিয়েছেন, বার্সেলোনায় থাকার সময়ই তিনি লিওনেল মেসির প্রেমে পড়েন

কেরিয়ারের শুরুতে বার্সেলোনায় থাকতেন প্রাক্তন মিস বামবাম সুজি কর্টেজ। তিনি জানিয়েছেন, সেই সময় থেকেই লিওনেল মেসিকে ভালোবাসেন। এখনও সেই অনুরাগ বজায় আছে।

910
লিওনেল মেসির জন্যই ব্রাজিলিয়ান হয়েও আর্জেন্টিনাকে সমর্থন করেন সুজি কর্টেজ

কাতার বিশ্বকাপের সময় প্রথম থেকে শেষপর্যন্ত আর্জেন্টিনাকে সমর্থন করে গিয়েছেন সুজি কর্টেজ। তিনি জানিয়েছেন, লিওনেল মেসির জন্যই আর্জেন্টিনাকে সমর্থন করেন।

1010
লিওনেল মেসি ৭ বার ব্যালন ডি'অর জেতায় ৭টি ট্যাটু করিয়েছেন সুজি কর্টেজ

সুজি কর্টেজের শরীরের বিভিন্ন অংশে ট্যাটু রয়েছে। এর মধ্যে লিওনেল মেসির ৭টি ট্যাটু আছে। মেসি বিশ্বকাপ জেতার পর আরও ট্যাটু করিয়েছেন প্রাক্তন মিস বামবাম।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos