লিওনেল মেসির জন্মদিনেই চমক, ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন সের্জিও বুস্কেটস

শনিবার জন্মদিন লিওনেল মেসির। বিশ্বজুড়ে লিওর অনুরাগীরা এই দিনটি বিশেষভাবে পালন করছেন। এদিনই মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা করা হল। বার্সেলোনায় মেসির প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটসের সঙ্গে চুক্তি করেছে ইন্টার মায়ামি।

Soumya Gangully | Published : Jun 24, 2023 12:19 PM
110
লিওনেল মেসির জন্মদিনেই সের্জিও বুস্কেটসের সঙ্গে চুক্তি ঘোষণা ইন্টার মায়ামির

শনিবার লিওনেল মেসির জন্মদিন। এদিনই তাঁর বর্তমান ক্লাব ইন্টার মায়ামির পক্ষ থেকে ট্যুইট করে জানিয়ে দেওয়া হল, বার্সেলোনার প্রাক্তন তারকা সের্জিও বুস্কেটসের সঙ্গে চুক্তি করা হয়েছে।

210
লিওনেল মেসির মতোই সৌদি প্রো লিগের লোভনীয় প্রস্তাবে সাড়া দেননি সের্জিও বুস্কেটস

লিওনেল মেসির মতোই সৌদি প্রো লিগে সের্জিও বুস্কেটসের যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল। কিন্তু লোভনীয় প্রস্তাব পেয়েও তা নাকচ করে দেন বুস্কেটস। তিনি পুরনো সতীর্থর সঙ্গে একই ক্লাবে খেলার প্রস্তাবে সাড়া দিলেন।

310
গত মরসুমের পরেই বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়েছে সের্জিও বুস্কেটসের

গত মরসুম পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি ছিল সের্জিও বুস্কেটসের। কোনও পক্ষই আর সেই চুক্তি বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। ফলে ফ্রি-এজেন্ট হিসেবেই ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন বুস্কেটস।

410
ফের লিওনেল মেসির সঙ্গে একই ক্লাবে যোগ দেওয়ার সুযোগ পেয়ে খুশি সের্জিও বুস্কেটস

বার্সেলোনায় দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন লিওনেল মেসি ও সের্জিও বুস্কেটস। ফলে তাঁরা ফের একসঙ্গে খেলার সুযোগ পেয়ে খুশি।

510
প্রিয় সতীর্থ সের্জিও বুস্কেটসকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন লিওনেল মেসি

ইন্টার মায়ামির ট্যুইটার হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভি়ডিওতে দেখা যাচ্ছে, সের্জিও বুস্কেটসের প্রশংসা করেছেন লিওনেল মেসি, পেপ গুয়ার্দিওলা, জাভি হার্নান্ডেজ ও লুকা মডরিচ।

610
১৫ মরসুম ধরে সুনামের সঙ্গে বার্সেলোনার হয়ে খেলেছেন সের্জিও বুস্কেটস

বার্সেলোনায় ১৫ মরসুম কাটিয়েছেন সের্জিও বুস্কেটস। সাফল্যের সঙ্গেই খেলেছেন তিনি। এর মধ্যে বেশিরভাগ সময়ই দলে পেয়েছেন লিওনেল মেসিকে।

710
বার্সেলোনার হয়ে লা লিগা, কোপা ডেল রে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন সের্জিও বুস্কেটস

বার্সেলোনার হয়ে ৯ বার লা লিগা, ৩ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ৭ বার কোপা ডেল রে জিতেছেন সের্জিও বুস্কেটস। অসাধারণ সাফল্য পেয়েছেন তিনি।

810
স্পেনের হয়ে ২০১০ সালে বিশ্বকাপ, ২০১২ সালে ইউরো কাপও জিতেছেন সের্জিও বুস্কেটস

স্পেনের জাতীয় দলের সেরা সময়ের অন্যতম তারকা সের্জিও বুস্কেটস। ২০১০ সালে প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন। সেই দলের অন্যতম সদস্য ছিলেন বুস্কেটস। তিনি ২০১২ সালে ইউরো কাপও চ্যাম্পিয়ন হন।

910
ইন্টার মায়ামির কর্তারা বার্সেলোনার আরও এক প্রাক্তন তারকাকে দলে নেওয়ার চেষ্টা করছেন

ইন্টার মায়ামিতে লিওনেল মেসি, সের্জিও বুস্কেটসের পর বার্সেলোনার আরও এক প্রাক্তন তারকা জর্ডি আলবাকে দেখা যেতে পারে। তাঁকে দলে নেওয়ার চেষ্টা করছে ইন্টার মায়ামি ম্যানেজমেন্ট।

1010
৩০ জুনের পর সরকারিভাবে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির কথা ঘোষণা করতে পারবেন লিওনেল মেসি

৩০ জুন পর্যন্ত প্যারিস সাঁ-জা-র সঙ্গে চুক্তি আছে লিওনেল মেসির। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরেই সরকারিভাবে ইন্টার মায়ামির সঙ্গে মেসির চুক্তির কথা ঘোষণা করা সম্ভব হবে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos