Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি

Published : Dec 11, 2025, 12:36 PM IST
Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি

সংক্ষিপ্ত

Lionel Messi: কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বই এবং দিল্লীতে অনুষ্ঠিত হতে চলা ‘গোট ট্যুর’ মেগা ইভেন্টের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ান তথা তারকা লিওনেল মেসি। 

Lionel Messi: ভারতে আসছেন ‘এলএম১০'। তিনদিনের ‘গোট ট্যুর’ মেগা ইভেন্টে অংশ নিতে ভারতে আসছেন বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ান তথা তারকা এবং কিংবদন্তি লিওনেল মেসি (Messi GOAT tour schedule)। আগামী ১৩, ১৪ এবং ১৫ ডিসেম্বর, শহরের চারটি শহরে এই অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে (lionel messi goat tour kolkata)। 

‘গোট ট্যুর’ মেগা ইভেন্ট

মেসির ভারত সফর কার্যত, ঠাসা সূচিতে ভরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর। এছাড়াও একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রীতিমতো ব্যস্ত সফরসূচি। বার্সেলোনা এবং ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ কিংবদন্তি স্ট্রাইকার লুই সুয়ারেজ এবং ফিফা বিশ্বকাপজয়ী রদ্রিগো ডি পলও ‘গোট ট্যুর’-এর অংশ হিসেবে ভারতে আসছেন। যা এই সফরের অন্যতম একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে।

আর মেসির এই ইভেন্টের টিকিট যেন একেবারে গরম কেকের মতো বিক্রি হয়েছে। বেশিরভাগ শহরে টিকিটের দাম প্রায় ৪,৫০০ টাকা থেকে শুরু হচ্ছে। তবে মুম্বই ট্যুরের টিকিটের দাম প্রায় দ্বিগুণ। রিপোর্ট বলছে, মুম্বই ট্যুরের টিকিটের দাম ৮,২৫০ টাকা থেকে শুরু। মেসি মায়ামি থেকে ভারতে আসছেন। লম্বা বিমান যাত্রার কারণেম তিনি দুবাইতে একটি ছোট বিরতি নেবেন এবং তারপর রাত ১:৩০ মিনিটে কলকাতায় পৌঁছবেন।

কলকাতায় সকাল ৯:৩০ মিনিট থেকে মেসির অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হবে। সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ সহ একাধিক অনুষ্ঠানের পর, তিনি সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন। 

এরপর দুপুর ২টোয় মেসি হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি ৭ বনাম ৭ ফুটবল ম্যাচে তিনি অংশ নেবেন। মেসির সম্মানে সন্ধ্যায় একটি সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে সেখানে।

স্প্যানিশ মিউজিক শো

হায়দ্রাবাদের পর মেসি সোজা চলে যাবেন মুম্বইতে। সেখানে তিনি দাতব্য কাজের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি ফ্যাশন শো-তে অংশ নেবেন বলে জানা গেছে। অপরদিকে, লুই সুয়ারেজের উপস্থাপনায় একটি স্প্যানিশ মিউজিক শো-ও মুম্বাই ট্যুরের অন্তর্ভুক্ত রয়েছে। এরপর, ‘গোট ট্যুর' দিল্লীতে গিয়ে শেষ হবে। সেখানে মেসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন এবং অরুণ জেটলি স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেবেন।

উল্লেখ্য, এটি মেসির দ্বিতীয় ভারত সফর। আগে ২০১১ সালে, ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনার একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তিনি ভারতে এসেছিলেন। সেই বছর, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত সেই ম্যাচে, মেসি দুর্দান্ত পারফর্ম করেন এবং আর্জেন্টিনার ১-০ গোল জয় এনে দেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: ভারতীয় ফুটবলে এই প্রথম! ১২টি ক্লাব যৌথভাবে আইএসএল আয়োজনের পথে?
UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ