
Lionel Messi: লিওনেল মেসি সেই মাঠে দুরন্ত ফুটবল খেলে ট্রফি এনে দিয়েছেন ইন্টার মায়ামিকে। এবার সেই মাঠের ঘাসই বিক্রি হতে চলেছে চড়া দামে (inter miami stadium grass)। লিয়োনেল মেসির খেতাব জেতা মাঠের ঘাস বিক্রি হচ্ছে। নিজেদের স্টেডিয়ামের ঘাস বিক্রি করতে চলেছেন ইন্টার মায়ামি কর্তৃপক্ষ (inter miami stadium construction)।
জানা যাচ্ছে, চেজ স্টেডিয়ামের ঘাসকে স্মারক হিসেবে রাখতে পারবেন সমর্থকরা। কারণ, আগামী মরশুম থেকে আর চেজ স্টেডিয়ামে খেলবে না দল। ইন্টার মায়ামির নতুন হোম গ্রাউন্ড হবে ‘মায়ামি ফ্রিডম পার্ক’।
গত ৭ ডিসেম্বর, চেজ স্টেডিয়ামে খেলা শেষ ম্যাচে মেসিরা প্রথমবারের জন্য মেজর লিগ সকার ট্রফি জেতেন। তাই ক্লাবের সদস্য এবং সমর্থকদের কাছে এই জয়কে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য ইন্টার মায়ামি ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে।
ক্লাবের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘‘এই সেই মাঠ, যেখান থেকে ইন্টার মায়ামির যাত্রা শুরু হয়েছিল। গত ২০২০ সালে, প্রথম মরশুমে তৈরি হয়েছিল সেই অবিস্মরণীয় মুহূর্ত। আমাদের ক্লাব লিওনেল মেসির যোগ দেওয়া এবং ক্লাবের প্রথম ট্রফিও এই মাঠেই। সঙ্গে রয়েছে প্রথম এমএলএস কাপও।’’
তাই ক্লাবের সদস্য এবং সমর্থকদের জন্য এই জয়কে স্মরণীয় করে রাখতে চাইছে ইন্টার মায়ামি। ইতিমধ্যেই চেজ স্টেডিয়ামের ঘাস দিয়ে কয়েকটি জিনিস তৈরি করা হয়েছে। যেগুলি সদস্য এবং সমর্থকরা কিনতে পারবেন।
দুইরকমের চাবির রিং তৈরি করা হয়েছে। তার মধ্যে একটি আবার ১০ নম্বর জার্সির আদলে বানানো হয়েছে। দাম রাখা হয়েছে ৫০ ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ৪৫০০ টাকা। এছাড়াও রয়েছে ‘গ্রাস মিনি আল্ট্রা লাক্স বক্স’। বিশেষভাবে তৈরি এই বাক্সে থাকছে চেজ স্টেডিয়ামের আসল ঘাস। এটির দাম কিন্তু ২০০ ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৮০০০ টাকা।
সেইসঙ্গে, ৩৫০ ডলারের ‘গ্র্যান লাক্স’ রয়েছে। ভারতীয় মুদ্রায় দাম প্রায় ৩১, ৪০০ টাকা এবং ৭৫০ ডলারের ‘আল্ট্রা বক্স’-ও আছে। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৭, ৩০০ টাকা। শেষ দুটি বক্সে আবার মেসি, সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলের ছবিও থাকবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।