লিওনেল মেসির সৌজন্যে প্রথম ট্রফি পেল ইন্টার মায়ামি। লিগস কাপ ফাইনালে ন্যাশভিল সকার ক্লাবকে টাইব্রেকারে ১০-৯ হারিয়ে দিলেন মেসিরা।
লিওনেল মেসির সৌজন্যে প্রথম ট্রফি পেল ইন্টার মায়ামি। লিগস কাপ ফাইনালে ন্যাশভিল সকার ক্লাবকে টাইব্রেকারে ১০-৯ হারিয়ে দিলেন মেসিরা। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ১-১। ২৩ মিনিটে প্রথম গোল করেন মেসিই। তবে ৫৭ মিনিটে ন্যাশভিলের হয়ে সমতা ফেরান ফাফা পিকল্ট। এরপর টাইব্রেকারে জয় পায় ইন্টার মায়ামি।