কাতার ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা বেড়েই চলেছে কেরলে। কেরলে মেসির ৩০ ফিট উঁচু কাটআউট, স্থাপন করার সময় ভেঙে পড়ল কাটআউট |
কেরলে মেসির ৩০ ফিট উঁচু কাটআউট | স্থাপন করার সময় ভেঙে পড়ল কাটআউট | ঘটনাটি কেরলের মুণ্ডায়, বড়সড় দুর্ঘটনার শঙ্কা ছিল, যদিও ঘটনায় কেউ হতাহত হননি | মেসির কাটআউট ছেয়ে গিয়েছে কেরলে | কোজিকোড়ে নদীর উপরে বসেছে মেসির কাটআউট | সেই ছবি ফিফা আবার সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছে |