মার্সেই সমর্থকরা লিঁয়র টিম বাসে পাথর ছোড়েন। তার ফলে লিঁয়র টিম বাসের জানলার কাচ ভেঙে যায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
লিগ ওয়ানের ম্যাচ খেলতে মার্সেইয়ের স্তাদ ভেলোড্রোমে যাওয়ার পথে আক্রান্ত হলেন লিঁয়র কোচ ফ্যাবিও গ্রোসো। মার্সেই সমর্থকরা লিঁয়র টিম বাসে পাথর ছোড়েন। তার ফলে লিঁয়র টিম বাসের জানলার কাচ ভেঙে যায়। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার পথে টিম বাসে হামলার ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ ও আতঙ্কিত লিঁয় ম্যানেজমেন্ট ও সমর্থকরা। লিগ ওয়ান কর্তৃপক্ষের কাছে এই ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।