Messi in Kolkata: ভাঙল চেয়ার, উড়ল জলের বোতল! জাল ছিঁড়ল গোলপোস্টের, জনতার তাণ্ডব যুবভারতীতে

Published : Dec 13, 2025, 01:57 PM IST
Messi in Kolkata

সংক্ষিপ্ত

Messi in Kolkata: ফুটবলপ্রেমী জনতার অভিযোগ, চূড়ান্ত অব্যাবস্থা ছিল আয়োজকদের তরফ থেকে। তারা মেসিকে দেখতে এসেছিলেন। কিন্তু তৈরি হয়ে গেল অপ্রীতিকর পরিস্থিতি।

Messi in Kolkata: চূড়ান্ত বিশৃঙ্খলা কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (messi india tour)। মোটা অঙ্কের টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ার হতাশা। আর তারপরেই চরম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সল্টলেক স্টেডিয়ামে (messi in kolkata)। 

গ্যালারি থেকে মেসিকে পরিষ্কার করে দেখাই যাচ্ছিল না

অভিযোগ উঠছে, মেসি গাড়ি থেকে নামতেই প্রচুর মানুষ তাঁকে ঘিরে ধরেন। সেইসব মানুষের ভিড়ে খুঁজেই পাওয়া যাচ্ছিল না লিওনেল মেসিকে। যারা রোজ ফুটবল দেখেন, মেসিকে ভালোবাসেন, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে ছিলেন, টাকা জমিয়ে টিকিট কেটে এসেছিলেন দেখতে, তারা কী পেলেন? কারণ, গ্যালারি থেকে মেসিকে পরিষ্কার করে দেখাই যাচ্ছিল না।

তারপরেই কার্যত, ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। সকাল ১১.৫২ মিনিটে যুবভারতী মেসি বেরিয়ে যাওয়ার পরেই, পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি, স্টেডিয়ামের ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন বিরাট সংখ্যক মানুষ। মেসিকে দেখতে এসে রাগের চোটে তারা গ্যালারির চেয়ারও ভেঙে ফেলেন। তারপর ছুঁড়তে শুরু করেন। জলের বোতলও ছোঁড়া হয়। 

মাঠের ক্ষতি হয়, গোলপোস্টের জাল ছিঁড়ে ফেলা হয়। রীতিমতো লন্ডভন্ড পরিস্থিতি। ফুটবলপ্রেমী জনতার অভিযোগ, চূড়ান্ত অব্যাবস্থা ছিল আয়োজকদের তরফ থেকে। তারা মেসিকে দেখতে এসেছিলেন। কিন্তু তৈরি হয়ে গেল অপ্রীতিকর পরিস্থিতি। 

শেষপর্যন্ত, যুবভারতীতে নামানো হয় র‍্যাফ। পুলিশ এদিন লাঠিচার্জও করে। গ্যালারি থেকেই উড়ে আসতে থাকে ভাঙা চেয়ার এবং বোতল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Messi in Kolkata: ঘিরে রাখা মেসিকে দেখতেই পেলেন না অনেকে? এত টাকা খরচ করে টিকিট! যুবভারতীতে বিশৃঙ্খলা
Messi in Kolkata: শুক্রবার মধ্যরাতে কলকাতায় পৌঁছলেন 'এলএম১০', শহর জুড়ে উত্তেজনা তুঙ্গে