Messi in India: ভারত সফরের পর মেসির প্রথম সাক্ষাৎকার! বললেন, "আমি হট্টগোল পছন্দ করি না"

Published : Jan 07, 2026, 01:46 PM ISTUpdated : Jan 07, 2026, 03:24 PM IST
Messi in India

সংক্ষিপ্ত

Messi in India: আর্জেন্টিনার স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘লুজু টিভি’-কে মেসি জানিয়েছেন, তিনি হই-হট্টগোল একেবারেই বেশি পছন্দ করেন না। 

Messi in India: ভারত সফরের পর তাঁর প্রথম সাক্ষাৎকার। চারদিনের ভারত সফরের পর নিজের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেন লিওনেল মেসি (messi in india news)। কিন্তু সেই সফরের একেবারে প্রথম ধাপে যুবভারতীতে তাঁকে দেখা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়। সেই ঘটনার প্রায় এক মাস পর, এই প্রথম সাক্ষাৎকার দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক, বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ান তথা কিংবদন্তি লিওনেল মেসি (messi india tour schedule)। 

মুখ খুললেন লিওনেল মেসি

আর্জেন্টিনার স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘লুজু টিভি’-কে মেসি জানিয়েছেন, তিনি হই-হট্টগোল একেবারেই বেশি পছন্দ করেন না। সেইসঙ্গে, ‘এলএম১০' এও বলেন যে, প্রতিটি দিন তিনি পরিকল্পনা করে এগোন। এবার সেখানে ব্যাঘাত ঘটলে তিনি বিচলিত এবং প্রভাবিত হয়ে পড়েন।

সেই সাক্ষাৎকারে মেসি জানান, “আমি একটু অদ্ভুত ধরনের মানুষ। আমি একা থাকতে খুব পছন্দ করি এবং একাকিত্ব উপভোগ করি। এমনকি, আমাদের বাড়িতে তিন সন্তানের জন্য মাঝে মাঝে যখন হই-হট্টগোল তৈরি হয়, সেটাও মাঝে মাঝে আমাকে ক্লান্ত করে দেয়। তখন সত্যিই আমার একা থাকার প্রয়োজন হয়। আসলে আমি খুব গুছিয়ে থাকতে পছন্দ করি। আমার প্রতিটি দিন একটা নির্দিষ্ট পরিকল্পনার উপর সাজানো থাকে। মাঝপথে কিছু যদি ঘটে যায়, তাহলে সব ওলটপালট হয়ে যায়। এটা বেশ সমস্যায় ফেলে দেয় আমাকে।"

কী জানালেন কিংবদন্তি?

তিনি আরও যোগ করেন, "মানুষ মাঝে মাঝে এমন সব কথা বলে, যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই। লোকের দরজায় দরজায় গিয়ে তো আর সবসময় সবকিছুর ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। আর আমি নিজেকে কোচ হিসেবে দেখি না। আমি ফুটবল ক্লাবের মালিক হতে চাই।’’

এখন মেসির এই মন্তব্যের সঙ্গে অনেকক্ষেত্রেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া সেই ঘটনার মিল পাওয়া যায়। কারণ, মোটা অঙ্কের টাকা খরচ করে টিকিট কেটেও মেসিকে দেখতে না পাওয়ার হতাশা তৈরি হয় সেইদিন। আর তারপরেই চরম উত্তপ্ত পরিস্থিতি দেখা যায় সল্টলেক স্টেডিয়ামে।

মেসি গাড়ি থেকে নামতেই প্রচুর মানুষ তাঁকে ঘিরে ধরেন। সেইসব মানুষের ভিড়ে খুঁজেই পাওয়া যাচ্ছিল না লিওনেল মেসিকে।তারপরেই কার্যত, ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। সকাল ১১.৫২ মিনিটে যুবভারতী মেসি বেরিয়ে যাওয়ার পরেই, পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি, স্টেডিয়ামের ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন বিরাট সংখ্যক মানুষ। মেসিকে দেখতে এসে রাগের চোটে তারা গ্যালারির চেয়ারও ভেঙে ফেলেন। তারপর ছুঁড়তে শুরু করেন। জলের বোতলও ছোঁড়া হয়।

মাঠের ক্ষতি হয়, গোলপোস্টের জাল ছিঁড়ে ফেলা হয়। রীতিমতো লন্ডভন্ড এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। আর এবার মেসির মুখ থেকেই শোনা গেল, "আমি হট্টগোল পছন্দ করি না।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কাকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার করা উচিত? পরামর্শ দিলেন রয় কিন
English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ জমজমাট! ড্র করল ম্যান সিটি, বাকিরা কোথায়?