Mohun Bagan: গ্রুপ বিন্যাস তৈরি, এসিএল টু-তে কাদের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান?

Published : Aug 16, 2025, 01:16 AM ISTUpdated : Aug 16, 2025, 01:38 AM IST
Mohun Bagan

সংক্ষিপ্ত

Mohun Bagan: শুক্রবার, এসিএল টু-এর গ্রুপ বিন্যাস প্রকাশ পেল। কাদের বিরুদ্ধে খেলবে মোহনবাগান? 

Mohun Bagan: মোহনবাগান খেলতে নামছে এসিএল টু-তে। শুক্রবার, এসিএল টু-এর গ্রুপ বিন্যাস প্রকাশ পেল। কাদের বিরুদ্ধে খেলবে মোহনবাগান? একবার দেখে নেওয়া যাক। তবে সবুজ মেরুনের গ্রুপে রয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষরা।

চলুন দেখে নেওয়া যাক

শুক্রবার সকালে, এসিএল টু-এর গ্রুপ বিন্যাস সামনে এসেছে। সেখানে গ্রুপ সি-তে রয়েছে মোহনবাগান। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বে মোহনবাগান খেলতে নামবে জর্ডনের ফুটবল ক্লাব আল হুসেইন, ইরানের ক্লাব সেপাহান এসসি এবং তুর্কমেনিস্তানের আহাল এফসির বিরুদ্ধে। 

হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেকটি দল। অন্যদিকে, আবার গ্রুপ ডি-তে রয়েছে এফসি গোয়া। ঐ গ্রুপে রয়েছে আল জাওরা এসসি, আল নাসের এবং এফসি ইস্তিকলোল। উল্লেখ্য, গতবছর এসিএল ২-তেই স্বপ্নভঙ্গ হয়েছিল সবুজ মেরুন ব্রিগেডের। মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল রাভশান এফসির বিরুদ্ধে। সেই ম্যাচটি ড্র হয়েছিল। তবে ঘরের মাঠে সেই ম্যাচের পর, ইরানে ট্রাক্টর এফসির বিরুদ্ধে ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল সবুজ মেরুনের। 

 

 

কিন্তু তার মাঝেই হটাৎই উত্তপ্ত হয়ে ওঠে সেই দেশের পরিস্থিতি। এমনকি, ম্যাচের আগের দিনই ইজরায়েলকে লক্ষ্য করে ব্যালেস্টিক মিসাইল ছুঁড়ে মারে ইরান। ফলে, সেই যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণেই ইরানে খেলতে যেতে পারেনি মোহনবাগান।

গ্রুপ পর্ব কবে শুরু হবে?

আগামী এসিএল টু-এর গ্রুপ পর্ব শুরু হবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। এই পর্বে রাউন্ড রবিন লিগের মাধ্যমে হোম এবং অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রত্যেকটি ক্লাব। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের ম্যাচ। এরপর নকআউট পর্বের খেলা শুরু হবে আগামী ২০২৬ সাল থেকে এবং মেগা এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ মে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
Mohamed Salah: কোচের সঙ্গে তুমুল ঝামেলা! লিভারপুল ছাড়তে চলেছেন মহম্মদ সালাহ?