'সন্তোষের বাংলা সঞ্জয়ের হাতে' ঘুরে দাঁড়াতে বড় ভরসা আই লিগ জয়ী কোচই, জানিয়ে দিল আইএফএ

আসন্ন সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) বাংলা ফুটবল দলের (Bengal Football Team) দায়িত্ব তুলে দেওয়া হল অভিজ্ঞ সঞ্জয় সেনের (Sanjay Sen) হাতে। মোহনবাগানের হয়ে আই লিগ জয়ী কোচের উপরেই ভরসা রাখল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ (IFA)।

আসন্ন সন্তোষ ট্রফিতে (Santosh Trophy) বাংলা ফুটবল দলের (Bengal Football Team) দায়িত্ব তুলে দেওয়া হল অভিজ্ঞ সঞ্জয় সেনের (Sanjay Sen) হাতে। মোহনবাগানের হয়ে আই লিগ জয়ী কোচের উপরেই ভরসা রাখল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ (IFA)।

আগামী নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের খেলা। ঐতিহ্যশালী এই টুর্নামেন্টে ভালো ফল করার লক্ষ্যে নতুন হেড কোচ হিসেবে সঞ্জয় সেনকে নিয়োগ করল আইএফএ। আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের হাতে তুলে দেওয়া হল সন্তোষ ট্রফিতে বাংলা সিনিয়র পুরুষ ফুটবল দলের দায়িত্ব।

Latest Videos

শনিবার, আইএফএ-র কোচেস কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের সন্তোষ ট্রফিতে খুব একটা ভালো ফল করতে পারেনি বাংলা। এমনকি, ৩২ বারের চ্যাম্পিয়ন বাংলা দল গতবার মূল পর্বে যোগ্যতা অর্জনই করতে পারেনি।

তবে সেখান থেকে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলা দল। তাই দায়িত্ব তুলে দেওয়া হল আই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের হাতে। উল্লেখ্য, গত ২০১৪-১৫ মরশুমে তাঁর কোচিংয়েই আই লিগ জিতেছিল মোহনবাগান। সেইসঙ্গে, সিনিয়র জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতাতে বাংলার কোচ নির্বাচিত হয়েছেন সুজাতা কর (Sujata Kar)।

তবে শুধু শুধু আই লিগ নয়, মোহনবাগানকে ফেডারেশন কাপও এনে দিয়েছিলেন সঞ্জয় সেন। বাংলা তথা ভারতীয় ফুটবল সম্পর্কে তাঁর অভিজ্ঞতার পরিধি বিস্তর। তাই সেই বিষয়টিকে মাথায় রেখেই সঞ্জয় সেনকে কোচ হিসেবে বেছে নিল আইএফএ।

গতবার রঞ্জন চৌধুরীর কোচিং-এ মূলপর্বেও উঠতে পারেনি বাংলা। সেই ব্যর্থতা ঘোচাতেই সঞ্জয় সেনের ফুটবল মস্তিস্কের উপরেই ভরসা রাখছে আইএফএ। আগামী মঙ্গলবার, কোচেস কমিটির পরবর্তী বৈঠকে এই দুই প্রতিযোগিতায় কোচেদের সহকারীদের নাম ঘোষণা করা হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?