ইস্টবেঙ্গল নিয়ে এ কী বললেন মোহনবাগানের দেবাশিস? লাল হলুদকে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য

আবারও ইস্টবেঙ্গল নিয়ে মুখ খুললেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। 

প্রসঙ্গত, আইএসএল-এ দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান। মোট ১৭টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩৭। এই মুহূর্তে লিগ টেবিলের একেবারে শীর্ষে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। আর ঠিক উল্টোদিকে ইস্টবেঙ্গলের অবস্থা একেবারে তথৈবচ। তারা রয়েছে লিগ টেবিলের ১১ নম্বর স্থানে। ১৭ ম্যাচ খেলে পয়েন্ট মাত্র ১৭। সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনাও প্রায় নেই বললেও চলে।

কলকাতার দুই প্রধানের পারফরম্যান্স একেবারেই দুই মেরুতে দাঁড়িয়ে। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েী, ফের একবার ইস্টবেঙ্গলকে নিশানা করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

Latest Videos

ইস্টবেঙ্গলের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, “ইস্টবেঙ্গল সমর্থকদের সত্যিই আমি স্যালুট জানাতে চাই। চার বছর ধরে ক্লাবটার কী অবস্থা! আজকে ভাবুন যদি ইস্টবেঙ্গলের জায়গায় মোহনবাগান থাকত, তাহলে কী হত? ইস্টবেঙ্গলের মতো যদি মোহনবাগানের অবস্থা হত, তাহলে তো ক্লাবটাই উঠে যেত। আমাদের তো পদত্যাগ করতেই হত। কারণ, আমরা ঐভাবে থাকতে পারতাম না। আমরা লজ্জায় থাকতে পারতাম না।”

দেবাশিস দত্ত আরও যোগ করেন, “ক্লাবের সাফল্যটাই তো আমাদের কাজ। আপনি আমাদের দুটো ম্যাচ ড্রয়ের কোথা বলছেন, তাহলে ওদের কষ্টটা একবার ভাবুন তো! ঐ টেবিলের নিচের দিকে থাকা দলকে হারিয়ে আমাদের কোনও লাভ নেই। উপরের দিকে থাকা দলকে হারাতে হবে। ওদের তো স্থান খুব একটা পরিবর্তন হয়নি দেখলাম। আমরা নিচের দিকে খুব একটা দেখি না। আমরা চ্যাম্পিয়ন নিয়ে ভাবি, ওসব ছোটখাটো টিফো নিয়ে ভাবিনা।”

নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে যে, মাঠের ভিতরে পারফরম্যান্সের প্রভাব এবার মাঠের বাইরের পরিস্থিতিকেও বেশ উত্তপ্ত করে তুলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান, ১৪ বছর কি করছিল মমতা?' প্রশ্ন দিলীপের | Dilip Ghosh Speech Today
Pratul Mukherjee: রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শেষশ্রদ্ধা সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে
‘Mamata Banerjee-র বাজেটে শুধু ঢপবাজি! একটাও কর্মসংস্থানের কথা নেই’ Suvendu Adhikari-র চরম আক্রমণ
শহরের বুকেই বেআইনি অস্ত্রের চক্র! বেঙ্গল STF-এর অভিযানে ধৃত ৪, উদ্ধার বিপুল কার্তুজ
'বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হবে', মায়াপুর ইসকনে গিয়ে হুঙ্কার সুকান্ত মজুমদারের