ইস্টবেঙ্গল নিয়ে এ কী বললেন মোহনবাগানের দেবাশিস? লাল হলুদকে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য

Published : Jan 27, 2025, 03:40 PM ISTUpdated : Jan 27, 2025, 03:41 PM IST
Debasish Dutta

সংক্ষিপ্ত

আবারও ইস্টবেঙ্গল নিয়ে মুখ খুললেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। 

প্রসঙ্গত, আইএসএল-এ দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান। মোট ১৭টি ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩৭। এই মুহূর্তে লিগ টেবিলের একেবারে শীর্ষে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। আর ঠিক উল্টোদিকে ইস্টবেঙ্গলের অবস্থা একেবারে তথৈবচ। তারা রয়েছে লিগ টেবিলের ১১ নম্বর স্থানে। ১৭ ম্যাচ খেলে পয়েন্ট মাত্র ১৭। সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনাও প্রায় নেই বললেও চলে।

কলকাতার দুই প্রধানের পারফরম্যান্স একেবারেই দুই মেরুতে দাঁড়িয়ে। আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েী, ফের একবার ইস্টবেঙ্গলকে নিশানা করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।

ইস্টবেঙ্গলের পারফরম্যান্স প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, “ইস্টবেঙ্গল সমর্থকদের সত্যিই আমি স্যালুট জানাতে চাই। চার বছর ধরে ক্লাবটার কী অবস্থা! আজকে ভাবুন যদি ইস্টবেঙ্গলের জায়গায় মোহনবাগান থাকত, তাহলে কী হত? ইস্টবেঙ্গলের মতো যদি মোহনবাগানের অবস্থা হত, তাহলে তো ক্লাবটাই উঠে যেত। আমাদের তো পদত্যাগ করতেই হত। কারণ, আমরা ঐভাবে থাকতে পারতাম না। আমরা লজ্জায় থাকতে পারতাম না।”

দেবাশিস দত্ত আরও যোগ করেন, “ক্লাবের সাফল্যটাই তো আমাদের কাজ। আপনি আমাদের দুটো ম্যাচ ড্রয়ের কোথা বলছেন, তাহলে ওদের কষ্টটা একবার ভাবুন তো! ঐ টেবিলের নিচের দিকে থাকা দলকে হারিয়ে আমাদের কোনও লাভ নেই। উপরের দিকে থাকা দলকে হারাতে হবে। ওদের তো স্থান খুব একটা পরিবর্তন হয়নি দেখলাম। আমরা নিচের দিকে খুব একটা দেখি না। আমরা চ্যাম্পিয়ন নিয়ে ভাবি, ওসব ছোটখাটো টিফো নিয়ে ভাবিনা।”

নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে যে, মাঠের ভিতরে পারফরম্যান্সের প্রভাব এবার মাঠের বাইরের পরিস্থিতিকেও বেশ উত্তপ্ত করে তুলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?