সমর্থকরা জমা দিয়েছিলেন ৫,০০০ ডিজাইন, সেরা জার্সি বেছে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর এবার লক্ষ্য এএফসি কাপে ভালো পারফরম্যান্স দেখানো। সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট।

ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ের মতো ক্লাবগুলিকে বলা হয় সমর্থকদের ক্লাব। বিদেশের ক্লাবগুলি যেমন সমর্থকদের মতামতকে বিশেষ গুরুত্ব দেয়, তেমনই এবার মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টও সমর্থকদের আবেগ, ভালোবাসাকে গুরুত্ব দিচ্ছে। দলের নামের আগে থেকে 'এটিকে' সরিয়ে দেওয়া হয়েছে। এরপর নতুন মরসুমের জার্সি বাছার দায়িত্বও সমর্থকদের দেওয়া হয়েছিল। দলের নতুন জার্সির জন্য সমর্থকদের কাছ থেকে ডিজাইন চাওয়া হয়েছিল। ৫,০০০ সমর্থক ডিজাইন পাঠিয়েছিলেন। তার মধ্যে থেকে সেরা বলে যেটিকে মনে হয়েছে, সেই ডিজাইনেই নতুন জার্সি তৈরি হয়েছে। মঙ্গলবার দক্ষিণ কলকাতায় নিজের অফিসে সেই জার্সি উদ্বোধন করলেন সঞ্জীব গোয়েঙ্কা। এই অনুষ্ঠানে ছিলেন মোহনবাগানের নতুন বিদেশি, অস্ট্রেলিয়ার হয়ে কাতার বিশ্বকাপে খেলা স্ট্রাইকার জেসন কামিংস। এবারই মোহনবাগানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া জাতীয় দলের স্ট্রাইকার অনিরুদ্ধ থাপাও ছিলেন।

গোয়েঙ্কা বললেন, 'আরপিএসজি ম্যানেজমেন্টের অধীনে থাকা দল ৯ বার আইএসএল খেলেছে। তার মধ্যে আমরা ৪ বার চ্যাম্পিয়ন হয়েছি। মোহনবাগানের হয়ে আমরা ১ বার জিতেছি। আশা করি আরও খেতাব আসবে। আমাদের এবারের দলে নতুন ফুটবলারদের সই করানো হয়েছে। যাদের সঙ্গে চুক্তি হয়েছে, তারা খুব ভালো ফুটবলার। আশা করি এবার দারুণ ফল হবে। অনিরুদ্ধে আমাদের দেশের অন্যতম প্রতিভাবান ফুটবলার। আমরা গত ৩ বছর ধরে ওকে দলে নেওয়ার চেষ্টা করছিলাম। অবশেষে ওকে আমাদের দলে নিতে সক্ষম হলাম। আর একজন অসাধারণ ফুটবলার জেসন। আমাদের দলে বাকি যারা নতুন যোগ দিয়েছে, তারা এখনও এখানে এসে পৌঁছয়নি।'

Latest Videos

 

 

গোয়েঙ্কা আরও বললেন, ‘মোহনবাগান জার্সি একটি ঐতিহ্য। আমাদের এই ঐতিহ্য এগিয়ে নিয়ে যেতে হবে। এই জার্সি একটি প্রতীক। খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করে এই জার্সি। খেলোয়াড়, সমর্থক সবাই মোহনবাগান সুপার জায়ান্ট পরিবারের সদস্য। আমরা একসঙ্গে সাফল্যের পথে যাত্রা চালিয়ে যাব।’

ঘরোয়া ফুটবলে সাফল্য পাওয়ার পর এবার এএফসি কাপে ভালো পারফরম্যান্সই লক্ষ্য মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের। গোয়েঙ্কা বললেন, 'আমাদের দলে সুপার ফুটবলার আছে, সুপার কোচ আছে। আমাদের গোলকিপার গোল্ডেন গ্লাভ পেয়েছে। আমরা শুধু আইএসএল বা ডুরান্ড কাপের কথা ভাবছি না। এএফসি কাপেও সাফল্য পাওয়াই আমাদের লক্ষ্য। আপনারা সবাই আমাদের পাশে থাকুন, আমরা নিশ্চয়ই সাফল্য পাব। আমাদের দলকে সাফল্য এনে দেওয়ার জন্য যা করা দরকার সেটাই করছি।'

আরও পড়ুন-

হঠাৎ বাড়িয়ে দেওয়া হল অ্যাপে কলকাতা লিগ দেখার খরচ, প্রতিবাদে আইএফএ সহ-সভাপতি সৌরভ পাল

মোহনবাগানকে ১০ কোটি টাকা ঋণ দিয়েছিল এফএসডিএল, মাফ করে দেওয়া হল আসল ও সুদ

কেরালা ব্লাস্টার্সে যোগ দিতে চললেন প্রবীর, চোখের জলে বিদায় মায়ের, আবেগপ্রবণ গীতশ্রীও

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed