
Mohun Bagan Transfer News: মোহনবাগানের যা পারফরম্যান্স, তাতে প্রত্যাশা ক্রমশই বাড়ছে। এবারও ভালো দলগঠনের বিষয়ে নজর দিচ্ছেন কর্তারা। কিন্তু তারই মাঝে এবার এক তারকা ছাড়তে পারেন সবুজ মেরুন ব্রিগেড (mohun bagan transfer update)।
গত ২০২২ সালে, বেঙ্গালুরু এফসি থেকে মোহনবাগানে সই করেন আশিক কুরুনিয়ান। কিন্তু সূত্রের খবর, এই তরুণ উইঙ্গার এবার ফিরে যেতে চলেছেন তাঁর নিজের পুরনো ক্লাব, অর্থাৎ বেঙ্গালুরুতে। শোনা যাচ্ছে, দীর্ঘমেয়াদী চুক্তিতে আবার তিনি বেঙ্গালুরু এফসিতেই যোগ দিতে চলেছেন (ashique kuruniyan news)।
সূত্র মারফত জানা গেছে, অন্যান্য দলও তাঁকে টার্গেট করেছিল। কিন্তু বেঙ্গালুরুকেই সেরা অপশন হিসেবে এগিয়ে রেখেছেন আশিক। উল্লেখ্য, মোহনবাগানের হয়ে মোট ৩৬টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।
তার আগের মরশুমেও সবুজ মেরুন জার্সিতে আইএসএল লিগ শিল্ডের খেতাব জেতেন আশিক কুরুনিয়ান। মোহনবাগানের হয়ে তাঁর স্কিল এবং ড্রিবলিং নজর কেড়েছে সবার। সেইসঙ্গে, বিপক্ষের ডিফেন্সকে নাজেহাল করে উইং দিয়ে জোরালো আক্রমণ তুলে আনার ক্ষেত্রেও সিদ্ধহস্ত তিনি।
মূলত তিনি কেরালার ফুটবলার। সবথেকে বড় বিষয়, মাঝমাঠ থেকে বল বাড়ানোর ক্ষেত্রে এবং দলের আক্রমণ তৈরির সময় আশিকের ভূমিকা অনস্বীকার্য। গত মরশুমে সবুজ মেরুন জার্সিতে মোট ১৮টি ম্যাচ খেলেন তিনি। তার মধ্যে ১৮৪টি সফল পাস বাড়ান সতীর্থদের দিকে। ১০টি কী-পাস বাড়ানো ছাড়াও ১০টি গোলের সুযোগও তৈরি করেন আশিক। তাছাড়া তাঁর নামের পাশে রয়েছে ৩৯টি রিকভারি এবং ১০টি ইন্টারসেপশন।
কারণ, শুভাশিস বোস যখন কার্ড সমস্যার কারণে দলের বাইরে ছিলেন, তখন আশিককে নামানো হয়েছিল লেফট ব্যাক পজিশনে। সেক্ষেত্রেও তিনি সফল হয়েছিলেন। এবার সেই আশিক কুরনিয়ানকেই ভীষণভাবে দলে নিতে চাইছে বেঙ্গালুরু এফসি। শোনা যাচ্ছে, মোহনবাগান ছেড়ে এবার বেঙ্গালুরুতে সই করতে পারেন আশিক কুরনিয়ান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।