
Argentina vs Morocco: অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হল মরক্কো। কার্যত, বিশ্ব ফুটবলে ইতিহাস রচনা করে ফেলেছে মরক্কো। চিলিতে অনুষ্ঠিত ফাইনালে, আর্জেন্টিনাকে দুই গোলের ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছে তারা।
পর্তুগিজ প্রথম ডিভিশন লিগে খেলা ইয়াসির সাবিরির প্রথমার্ধে করা দুটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। সাবিরির জোড়া গোল আসে ম্যাচের ১২ এবং ২৯ মিনিটে। এই নিয়ে পুরো টুর্নামেন্টে সাবিরি মোট পাঁচটি গোল করেছেন।
উল্লেখ্য, গত ২০০৯ সালে ঘানা চ্যাম্পিয়ন হওয়ার পর, এই প্রথম কোনো আফ্রিকান দেশ অনূর্ধ্ব-২০ ফুটবলে বিশ্বকাপে আবার চ্যাম্পিয়ন হল। গোটা টুর্নামেন্টে যেন এক স্বপ্নের দৌড় মরক্কোর অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জন্য। পরে নকআউট পর্বে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রকেও পরাজিত করে মরক্কো।
ব্রাজিল, স্পেন এবং মেক্সিকোকে নিয়ে গঠিত গ্রুপের শীর্ষস্থান দখল করে তারা। টুর্নামেন্টে অপরাজিত থাকা আর্জেন্টিনার জন্য এটিই হল প্রথম পরাজয়। বায়ার লেভারকুসেনের ক্লদিও এচেভেরি এবং রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তানቱয়োনো-র মতো সুপারস্টারদের ছাড়াই আর্জেন্টিনা ফাইনাল খেলতে নামে।
তবে টুর্নামেন্টে ৬ বার শিরোপা জেতা আর্জেন্টিনা এর আগে ১৯৮৩ সালে ফাইনালে পরাজিত হয়েছিল। এদিকে ফাইনালে হেরে যাওয়া আর্জেন্টিনা দলকে সিনিয়র দলের অধিনায়ক লিওনেল মেসি সান্ত্বনা দিয়েছেন। ম্যাজিশিয়ান ইনস্টাগ্রামে লিখেছেন, তরুণ খেলোয়াড়রা মাথা উঁচু করেই দেশে ফিরছে।
কিন্তু এই কথা বোলার অপেক্ষা রাখে না যে, বিশ্ব ফুটবলে ইতিহাস রচনা করে ফেলেছে মরক্কো। চিলিতে অনুষ্ঠিত ফাইনালে, আর্জেন্টিনাকে দুই গোলের ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছে তারা। ইয়াসির সাবিরির প্রথমার্ধে করা দুটি গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। সাবিরির জোড়া গোল আসে ম্যাচের ১২ এবং ২৯ মিনিটে। এই নিয়ে পুরো টুর্নামেন্টে সাবিরি মোট পাঁচটি গোল করেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।