৮২ বছর বয়সে প্রয়াত পেলে, সাও পাওলোর অ্য়ালবার্ট আইনস্টাইন হাসপাতালে প্রয়াত পেলে | পেলের প্রয়াণে বিশ্বজুড়ে শোকের আবহ |
একবার একজন বিখ্যাত সাংবাদিক লিখেছিলেন, পেলে যদি মানুষ হিসেবে না জন্মাতেন, তাহলে তাঁর জন্ম হত ফুটবল হিসেবে। ফুটবল আর পেলে সমার্থক। সারা বিশ্বে ঘরে ঘরে ফুটবলকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান ছিল পেলের। দিয়েগো মারাদোনার জন্ম হওয়ারও আগে ব্রাজিলের হয়ে প্রথবার বিশ্বকাপ জেতেন পেলে। পরে মারাদোনার সঙ্গে যুগ্মভাবে গত শতাব্দীর সেরা ফুটবলারের সম্মান পেয়েছিলেন পেলে। মারাদোনা আগেই প্রয়াত হয়েছেন, এবার পেলেও বিদায় নিলেন। ফুটবল যতদিন থাকবে, ততদিন পেলেও থাকবেন।