Cristiano Ronaldo: জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগালের কাছে খড়কুটোর মতো উড়ে গেল আর্মেনিয়া

Published : Sep 07, 2025, 10:39 AM IST
Cristiano Ronaldo: জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগালের কাছে খড়কুটোর মতো উড়ে গেল আর্মেনিয়া

সংক্ষিপ্ত

Cristiano Ronaldo: একটি গাড়ি দুর্ঘটনায় পর্তুগালের অন্যতম ফরোয়ার্ড দিয়েগো জটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার মর্মান্তিক মৃত্যু হয়। সেই ঘটনার পর, এটিই ছিল পর্তুগালের জাতীয় দলের প্রথম ম্যাচ।

Cristiano Ronaldo: আর্মেনিয়ার ঘরের মাঠে গিয়ে দাপুটে জয় তুলে নিল পর্তুগাল। আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) যোগ্যতা অর্জন পর্বের খেলায় মুখোমুখি হয় পর্তুগাল বনাম আর্মেনিয়া। যে ম্যাচে জোড়া গোল করে নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর সেই সুবাদেই বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আর্মেনিয়ার বিরুদ্ধে ৫-০ গোলে জয় পেল পর্তুগাল (Portugal vs Armenia)। 

প্রসঙ্গত, একটি গাড়ি দুর্ঘটনায় পর্তুগালের অন্যতম ফরোয়ার্ড দিয়েগো জটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভার মর্মান্তিক মৃত্যু হয়। সেই ঘটনার পর, এটিই ছিল পর্তুগালের জাতীয় দলের প্রথম ম্যাচ। সেইজন্য, খেলার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। শুধু তাই নয়, এদিনের ম্যাচে জোয়াও ক্যানসেলো গোল করার পর, আকাশের দিকে তাকিয়ে সেই গোল উৎসর্গ করেন দিয়েগো জটাকে। অন্যদিকে, লাজিও ডিফেন্ডার নুনো তাভারেজ বলেন, খেলার ২১ মিনিটে, রোনাল্ডোর প্রথম গোলটির বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল এই ম্যাচে।

“আমরা সবাই খুব খুশি কারণ এটি দেখায় যে তিনি (জটা) আমাদের সাথে আছেন, তিনি সেখানে ছিলেন। তিনি সবসময় আমাদের সাথে থাকবেন, যেমনটি আজ স্পষ্ট ছিল,” তাভারেস বলেছেন।

 

মাঠে এবং মাঠের বাইরে ‘সিআর৭'-এর সাফল্য

৪০ বছর বয়সী এই তারকা এখনও যেন গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেন। এই ম্যাচেও তিনি মনে করিয়ে দিলেন, কেন তিনি পর্তুগালের ত্রাতা। তাঁর দূরপাল্লার শট যেন বারবার প্রমাণ দেয়, অসাধারণ সব স্কিলের। এই জোড়া গোলের সুবাদে তাঁর ক্যারিয়ারে আন্তর্জাতিক গোল সংখ্যা ফিয়ে দাঁড়াল ১৪০-এ।

তবে শুধু মাঠের ভিতরে নয়। জয়ের পর, পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী তাঁর ভক্ত এবং ফুটবলপ্রেমীদের প্রতি একটি বার্তা দেন। তিনি বলেন, “একটি সহজ কিন্তু শক্তিশালী জয়। যা দিয়েগো জটার স্মৃতিকে সম্মান করার সংকল্পকে ধারণ করেছে। একইসঙ্গে পরের বছর ফাইনালকেই লক্ষ্য করে এগোচ্ছে দল।"

 

 

এই সোশ্যাল মিডিয়া পোস্টের পরেই, সমর্থকরা তাঁকে ভালোবাসায় ভরিয় দেন। অনেকেই তাঁর এই মন্তব্যে উৎসাহী হন এবং কৃতজ্ঞতার কথাও লেখেন। অপরদিকে, জোয়াও ফেলিক্সের পা থেকেও আসে জোড়া গোল। এছাড়া ক্যানসেলো একটি গোল করেন এই ম্যাচে। 

আর এই জয়ের ফলে, রবার্তো মার্টিনেজের দল বুঝিয়ে দিল যে, কেন তারা আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হতে চলা ফুটবল বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল। আগামী মঙ্গলবার, হাঙ্গেরির বিরুদ্ধে রয়েছে পর্তুগালের পরবর্তী ম্যাচ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?