PSG vs Chelsea Final: চেলসি ফুটবলারকে সপাটে চড় কষালেন পিএসজি কোচ এনরিকে! হেরে গিয়ে আর সামলাতে পারলেন না

Published : Jul 14, 2025, 02:57 PM IST
psg vs chelsea final

সংক্ষিপ্ত

PSG vs Chelsea Final: ফাইনাল ম্যাচ শেষ হতেই চরম বিপত্তি। মারপিট লেগে গেল দুই দলের ফুটবলারদের মধ্যে। 

PSG vs Chelsea Final: ফাইনাল হেরে যেতেই রুদ্রমূর্তি ধারণ করলেন পিএসজি কোচ লুই এনরিকে। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রবিবার রাতে, মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পিএসজি বনাম চেলসি (fifa club world cup 2025 final)।

আর সেই ম্যাচেই ৩-০ গোলে পরাজয় পিএসজি-র 

প্রসঙ্গত, গত ১ জুন মিউনিখ স্টেডিয়ামে ইন্টার মিলানকে ৫ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জিতেছিল পিএসজি। কোচ লুই এনরিকের হাত ধরে এটি ছিল তাদের প্রথম ইউসিএল জয়। কিন্তু ১৪ জুলাই, পুরো ছবিটাই যেন বদলে গেল (psg vs chelsea final)। 

চেলসির কাছে ক্লাব বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর, নিজের মেজাজকেই ধরে রাখতে পারলেন না পিএসজি কোচ লুই এনরিকে। উল্লেখ্য, এই ফাইনালের আগে পিএসজি-কেই সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে করছিলেন অনেকে। আর ঠিক সেই কারণেই হয়ত, হার হজম করতে অসুবিধা হচ্ছে এনরিকের। এদিন খেলা শেষে, প্রতিপক্ষ ফুটবলারদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পরকেন এই বিশ্ববিখ্যাত কোচ (club world cup 2025)।

 

 

এমনিতেই মাঝে একবার বিবাদ তৈরি হয় দুই দলের ফুটবলারদের মধ্যে। আর ম্যাচ শেষে তো চেলসির গোলদাতা জোয়াও পেদ্রোকে সপাটে চড় মেরে বসেন এনরিকে। আর তারপরেই রীতিমতো সমালোচনার সম্মুখীন হয়েছেন পিএসজি হেড কোচ।

চলতি মরশুমে প্রিমিয়ার লিগে বেশ ভালোই খেলেছে চেলসি 

পয়েন্ট তালিকায় চার নম্বরে থেকে শেষ করে, চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। ওদিকে আবার কনফারেন্স লিগে জয় পায় তারা। এবার সেই চেলসিই পিএসজি-কে ৩-০ গোলে হারিয়ে দিল। কার্যত, কোচ এঞ্জো মারেসকা টেক্কা দিলেন এনরিকেকে।

প্রথমার্ধে ২২ মিনিটে, চেলসির হয়ে গোল করেন কোল পামার। ম্যাচের ৩০ মিনিটে, আবার গোল আসে তাঁর পা থেকে। সেই ধাক্কা সামলে ওঠার আগেই তৃতীয় গোলটি খেয়ে যায় পিএসজি। এবার গোল করে যান পেদ্রো। প্রথমার্ধেই ৩-০ পিছিয়ে পড়ার গোলে, বেকায়দায় পড়ে যায় পিএসজি। তাই দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

 

 

এদিন খেলার একেবারে শেষদিকে চেলসির কুকুরেয়ার চুল টেনে ফেলা দেওয়ার জেরে লাল কার্ড দেখেন পিএসজি ফুটবলার জোয়াও নেভেস। ঠিক তখন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। এরপর খেলা শেষে, পেদ্রো গিয়ে এনরিকের সামনে উল্লাস শুরু করতে শুরু করেন। তার ফলে,  পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন আর নিজের মেজাজকে ধরে রাখতে পারেননি লুই এনরিকে এবং সোজা ঝামেলায় জড়িয়ে পড়েন। পেদ্রোকে কষিয়ে একটি চড় মারেন এনরিকে। সঙ্গে সঙ্গে চেলসির ফুটবলারটি মাটিতে পড়ে যান এবং সতীর্থকে চড় খেতে দেখে চেলসির বাকি ফুটবলারেরা সেখানে দৌড়ে চলে আসেন। 

শুরু হয়ে যায় দুই দলের মধ্যে ধাক্কাধাক্কি। এমনকি, এই ঝামেলায় জড়িয়ে পড়েন চেলসির হেড কোচ মারেসকা নিজেও। এদিন তো এনরিকেকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। ফলে, বেশ কিছুক্ষণ ধরে সেই ঝামেলা চলতে থাকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের