
Sanjay Sen: অনেকদিন ধরেই কথাবার্তা চলছিল। ভারতীয় ফুটবল দলের যা অবস্থা, তাতে এমন একজন কাউকে কোচ করে আনা দরকার, যিনি আসলে বুঝতে পারবেন দলের মনোভাব এবং মাটির টানও একটা বড় ব্যাপার। আর সেই জায়গায় দাঁড়িয়েই, জাতীয় ফুটবল দলের হেডকোচের দৌড়ে চলে এলেন বাংলার কোচ সঞ্জয় সেন (indian national football team news)।
প্রসঙ্গত, এএফসি এশিয়ান কাপ কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হংকং-এর বিরুদ্ধে ম্যাচ রয়েছে ভারতের। তবে সেই ম্যাচের আগেই এবার বড় আপডেট চলে এল। উল্লেখ্য, মানোলো মারকুয়েজ আগেই জানিয়ে দিয়েছিলেন, তিনি দায়িত্ব ছাড়বেন। তাছাড়া দলের পারফরম্যান্স খুবই খারাপ জায়গায়! অতএব, তাঁর বিদায় প্রায় পাকা।
এটাই তো প্রশ্ন। এখনও অবধি একাধিক বিদেশি কোচ এসেছেন। কিন্তু সেরা পারফরম্যান্স কোনওবারই দেখা যাচ্ছে না। মাঝে যদিও বা একটু ভালো খেলছে দল, কিন্তু সেই গতি ধরে রাখতে পারছে না। ফলে, ফেডারেশন কর্তারা চাইছেন, এমন কেউ কোচ হিসেবে আসুক, যিনি দলকে তাতাতে পারেন। সেইসঙ্গে, ফুটবলারদের মনোভাবও ভালো করে বুঝতে পারেন। এক্ষেত্রে মাটির টানও একটা বড় বিষয়। একজন ভারতীয় কোচ বিষয়টা যত ভালো বুঝবেন, ততটা একজন বিদেশি কোচের পক্ষে বোঝা সম্ভব নয়।
ইতিমধ্যেই নতুন কোচের দৌড়ে রয়েছেন অনেকে। বেশ কয়েকটি নাম নিয়ে চলছে আলোচনা। তবে বাংলার সঞ্জয় সেন নানা দিক দিয়ে এগিয়ে রয়েছেন। প্রথমত অভিজ্ঞতা এবং দ্বিতীয়ত হল, ভারতীয় ফুটবলে তাঁর সাফল্য। তাছাড়া হেডস্যার হিসেবে ফুটবলারদের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেতে পারেন। অন্যদিকে, বিদেশি কোচদের বেতনও অনেকটা বেশি। ফলে, উপযুক্ত বেতনে সর্বাধিক সাফল্যের আশায় রয়েছেন কর্তারা। স্বাভাবিকভাবেই, সঞ্জয় সেনের পাল্লা ভারী বলেই অনেকে মনে করছেন।
এদিকে ২৭-৩০ জুন মুম্বইতে এআইএফএফ থেকে এলিট কোচিং কোর্সের একটি প্রোগ্রাম আয়োজিত হয়। দায়িত্বে ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সাবির পাশা এবং হেড অফ কোচ ডেভলপমেন্ট বিবেক নাগুল। এই প্রোগ্রামে অংশ নেন দেশের নানা প্রান্তের এএফসি প্রো লাইসেন্সধারী বা ‘এ’ লাইসেন্সধারী কোচরা। জানা যাচ্ছে, মোট ২৪ জন কোচ এলিট কোচিং কোর্সটি সম্পন্ন করেছেন।
তার মধ্যে রয়েছেন সঞ্জয় সেনও। এছাড়াও বাংলা থেকে বাস্তব রায় এবং শঙ্করলাল চক্রবর্তীও আছেন সেই তালিকায়। অন্যদিকে, থংবোই সিংটো এবং বিনো জর্জও পাশ করলেন এই কোচিং কোর্স।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।