মোহনবাগান সুপার জায়ান্টের নতুন মরসুমের জার্সি উদ্বোধন হল মঙ্গলবার। দক্ষিণ কলকাতায় নিজের অফিসে নতুন জার্সি উদ্বোধন করলেন সঞ্জীব গোয়েঙ্কা।
মোহনবাগান সুপার জায়ান্টের নতুন মরসুমের জার্সি উদ্বোধন হল মঙ্গলবার। দক্ষিণ কলকাতায় নিজের অফিসে নতুন জার্সি উদ্বোধন করলেন সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর পাশে ছিলেন মোহনবাগানের নতুন বিদেশি অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস ও জাতীয় দলের তারকা অনিরুদ্ধ থাপা। গোয়েঙ্কা জানালেন, এবার মোহনবাগানের দল গতবারের চেয়েও শক্তিশালী। গোলকিপার, রক্ষণ, মাঝমাঠ, স্ট্রাইকার, সব পজিশনেই অসাধারণ সব ফুটবলাররা আছেন। ফলে এবারও ভালো ফলের আশায় তাঁরা।