Super Cup 2025: বাঙালি কোচের হাত ধরে ভারতীয় স্কোয়াড নিয়ে নর্থইস্টকে রুখে দিল ইন্টার কাশী

Published : Oct 26, 2025, 11:05 PM IST
Super Cup 2025

সংক্ষিপ্ত

Super Cup 2025: গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে রবিবার, সুপার কাপে গ্রুপ বি-র ম্যাচে মুখোমুখি হয় নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ইন্টার কাশী। সেই ম্যাচে শেষ হল ২-২ ফলাফল নিয়ে (inter kashi vs north east united fc)।

Super Cup 2025: বাঙালি কোচের হাত ধরে, শুধুমাত্র ভারতীয় স্কোয়াড নিয়েই নর্থইস্ট ইউনাইটেডকে রুখে দিল ইন্টার কাশী (super cup 2025 schedule)। গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে রবিবার, সুপার কাপে গ্রুপ বি-র ম্যাচে মুখোমুখি হয় নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম ইন্টার কাশী। সেই ম্যাচে শেষ হল ২-২ ফলাফল নিয়ে (inter kashi vs north east united fc)।  

দেশের ছেলেরাই শেষপর্যন্ত, রুখে দিল নর্থইস্টকে

 

 

উল্লেখযোগ্য বিষয় হল, নর্থইস্ট ইউনাইটেড কিন্তু বিদেশি ফুটবলারদের নিয়েই স্কোয়াড সাজায়। আর ঠিক উল্টোদিকে, অভিজিৎ মণ্ডলের কোচিং-এ পুরোপুরি ভারতীয় স্কোয়াড নিয়ে খেলতে নামে ইন্টার কাশী। সেই দেশের ছেলেরাই শেষপর্যন্ত, রুখে দিল নর্থইস্টকে। 

ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে এশিয়ানেট নিউজ বাংলা প্রশ্নের উত্তরে ইন্টার কাশী কোচ অভিজিৎ মণ্ডল জানান, “খেলা তো মাঠে হবে। আর সেখানে চ্যালেঞ্জ নিতে তৈরি আমার ছেলেরা।" বাস্তবে কিন্তু সেটাই দেখা গেল। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেডকে আটকে দিয়ে নিজেদের প্রমাণ করল ইন্টার কাশী। 

ম্যাচের একদম শুরুতেই চমক দেয় তারা। খেলার ৫ মিনিটে, হরমনপ্রীতের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার কাশী। কিন্তু সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ, ধীরে ধীরে দাপুটে ফুটবল খেলা শুরু করে জুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। নুনেজ এবং অ্যান্ডি রদ্রিগেজ একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ইন্টার কাশী বক্সে। একাধিক সুযোগও চলে আসে তাদের সামনে। নিঃসন্দেহে ব্যস্ত ছিল ইন্টার কাশী রক্ষণ।  

মাঠে নামলেন ইন্টার কাশীতে নতুন যোগ দেওয়া প্রবীর দাস

আর সেই সুবাদেই ম্যাচের ১৮ মিনিটে। আলাদিন আজারাইয়ের গোলে খেলায় লিড নেয় নর্থইস্ট ইউনাইটেড এফসি। তবে সেখানেই শেষ নয়। এরপর আবার ম্যাচের ৪০ মিনিটে গোল। এবার নর্থইস্টকে আরও এগিয়ে দেন জোব্যাকো। 

প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফল নিয়েই। তবে দ্বিতীয়ার্ধের একটা বড় সময় কোনও গোল হয়নি। কিন্তু দুই দলই লাগাতার চেষ্টা করে যাচ্ছিল। বিশেষ করে, ইন্টার কাশী অধিনায়ক সুমিত পাসির কথা বলতেই হয়। তিনি প্রচুর ওয়ার্কলোড নিয়েছেন এই ম্যাচে। অপরদিকে, এই ম্যাচে মাঠে নামলেন ইন্টার কাশীতে নতুন যোগ দেওয়া প্রবীর দাস। এদিনও ম্যাচের সময় বৃষ্টি ছিল সঙ্গী। 

এরপর খেলার ৭৪ মিনিটে, কার্তিক পনিকারের গোলে সমতা ফেরায় ইন্টার কাশী। শেষপর্যন্ত, ২-২ ফলাফল নিয়ে শেষ হয় এই ম্যাচ।  

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?