Super Cup 2025 Live Score: সুপার কাপের 'সুপার ম্যাচ'! টাইব্রেকারে শক্তিশালী বেঙ্গালুরুকে হারিয়ে নাটকীয় জয় ইন্টার কাশীর

Published : Apr 23, 2025, 07:06 PM ISTUpdated : Apr 23, 2025, 08:41 PM IST
SUPER CUP 2025

সংক্ষিপ্ত

Super Cup 2025 Live Score: এককথায় বলতে গেলে দুরন্ত জয়। সুপার কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইন্টার কাশী (Inter Kashi)। 

Super Cup 2025 Live Score: সুপার কাপের (Super Cup 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি বনাম ইন্টার কাশী (Bengaluru FC vs Inter Kashi)। সেই ম্যাচেই বেঙ্গালুরুকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইন্টার কাশী (Super Cup 2025 full schedule)। 

এদিন ম্যাচের শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে তারা। প্রশান্তের (Prasanth Karuthadathkuni) জোরালো শট বারপোষ্টে না লাগলে, কয়েক মুহূর্তের মধ্যেই এগিয়ে যেতে পারত নিকোলারা (Nikola Stojanovic)। তবে খেলায় ফেরার চেষ্টা করে বেঙ্গালুরুও (BFC)। বলা চলে, দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোল কিছুতেই আসছিল না। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই। 

 

 

দ্বিতীয়ার্ধে যেন আরও শক্তিশালী হয়ে মাঠে নামে ইন্টার কাশী (Super Cup 2025 News)। এডমুন্ডের মাইনাস ক্লিয়ার করতে যান বেঙ্গালুরুর ডিফেন্ডার। কিন্তু সেই বল গিয়ে লাগে প্রশান্তের পায়ে। ডিফ্লেকশন শটে আরেকটু হলেই গোল পেয়ে যাচ্ছিল কাশী, কিন্তু কোনওমতে সেভ করেন বেঙ্গালুরু এফসির গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু (Gurpreet Singh Sandhu)। 

তবে সেখানেই শেষ নয়। তার ঠিক কয়েক মুহূর্তের মধ্যেই ডি-বক্সের একদম কাছে ফ্রি-কিক পায় ইন্টার কাশী। নিকোলার নেওয়া সেই ফ্রি-কিকও দুরন্ত সেভ করে দেন গুরপ্রীত। যতই খেলা এগোয়, ততই যেন চাপ বাড়াতে থাকে ইন্টার কাশী। তবে খেলায় ফেরার চেষ্টা করে বেঙ্গালুরও। 

খেলার ৫৯ মিনিটে, নগুয়েরার (Alberto Noguera) ক্রস থেকে হেডার মিস করেন পেরেরা দিয়াজ (Jorge Pereyra Díaz)। তবে তাদের চেষ্টার ফল মেলে ম্যাচের ৬১ মিনিটে। সেই আলবার্তো নগুয়েরার অ্যাসিস্ট থেকেই গোল করে যান রায়ান উইলিয়ামস (Ryan Williams)। এক্ষেত্রে অবশ্য ইন্টার কাশী গোলরক্ষকের কোথাও বলতে হয়। শুভম বল ধরতে কিছুটা এগিয়ে যান কিন্তু মিস করেন। আর সেই সুযোগেই গোল পেয়ে যায় বেঙ্গালুরু (Bengaluru FC vs Inter Kashi Highlights)। 

 

 

কিন্তু গোল খেলেও হাল ছাড়েনি কাশী। খেলার ৬৬ মিনিটে, ফের একবার সুযোগ নষ্ট করেন প্রশান্ত। কিন্তু মাত্র ১ গোলে এগিয়ে থাকা বেঙ্গালুরু বুঝতে পারে, অবস্থা ভালো নয়। তাই দ্রুত সুরেশকে (Suresh) তুলে সুনীল ছেত্রীকে (Sunil Chhetri) নাময়ে দেন কোচ জেরার্ড জারাগোজা (Gerard Zaragoza)। কারণ, লাগাতার আক্রমণ তুলে আনছিল কাশী।

কিন্তু যখন অনেকেই ধরে নিয়েছেন যে, বেঙ্গালুরুর জয় শুধুই সময়ের অপেক্ষা! ঠিক তখনই ম্যাজিক দেখান ইন্টার কাশীর ফরোয়ার্ড বাভোবিক (Matija Babovic)। দুর্দান্ত গোল করে সমতা ফেরান তিনি। কার্যত, ম্যাচের একেবারে শেষে যেন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন বাভোবিক। ম্যাচের ফলাফল তখন ১-১। চূড়ান্ত নাটকীয় মোড় নিল ম্যাচ। এরপর নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল ১-১ থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। 

সেখানেই বাজিমাত করল ইন্টার কাশী (Inter Kashi FC)। টাইব্রেকারে কাশীর হয়ে প্রথম গোলটি করেন সেই মাতিজা বাভোবিক। পরের শটে বেঙ্গালুরুর হয়ে গোল করেন জর্জ পেরেরা দিয়াজ। এরপর ইন্টার কাশীকে আবার এগিয়ে দেন বিজয় এবং বেঙ্গালুরুকে সমতায় ফেরান রায়ান উইলিয়ায়মস। এবার ইন্টারকে এগিয়ে দেন ডেভিড হামানেজ। আর এরপরেই বিপাকে পড়ে বেঙ্গালুরু।

কারণ, নগুয়েরার শট রুখে দেন ইন্টার কাশী গোলকিপার শুভম (Shubham Das)। আর অরিত্র দাসের গোলে ঠিক তারপরেই ব্যবধান বাড়িয়ে নেয় ইন্টার। ফলাফল তখন ৫-২। এরপর বেঙ্গালুরুর হয়ে গোল করেন সুনীল ছেত্রী। আর শেষ শটে গোল করে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান ইন্টার কাশীর অধিনায়ক নিকোলা। 

শেষপর্যন্ত, সুপার কাপের লড়াইতে টাইব্রেকারে ৫-৩ গোলে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল ইন্টার কাশী। আর উল্লেখযোগ্য বিষয় হল, এদিন বেঞ্চে ছিলেন না, ইন্টার কাশীর হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। পারিবারিক কারণে, তিনি দেশে গেছেন। এদিন তাঁর বদলে বেঞ্চে ছিলেন সহকারী কোচ কার্লোস ফনসেকা (Carlos Fonseca)। তবে ইন্টার কাশীর নারায়ণ দাস (Narayan Das) এবং এডমুন্ড লালরিনডিকার (Edmund Lalrindika) প্রশংসা করতেই হবে। এদিন প্রচুর ওয়ার্কলোড নিয়েছেন এই দুই ফুটবলার এবং একাধিক আক্রমণ তৈরির পিছনে তাদের ভূমিকা ছিল অনস্বীকার্য।

ম্যাচের সেরা নিকোলা স্টোজানোভিক।     

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?