সুপার কাপ ২০২৫: ৪ বিদেশি ফুটবলার খেলানোর অনুমতি দেওয়া হোক, দাবি মোহনবাগান সুপার জায়ান্টের

Published : Sep 23, 2025, 08:35 PM ISTUpdated : Sep 23, 2025, 08:43 PM IST
Mohun Bagan Super Giant

সংক্ষিপ্ত

Super Cup 2025: ভারতীয় ফুটবলের সেরা নক-আউট টুর্নামেন্ট সুপার কাপ। আগামী মাসে এই টুর্নামেন্ট শুরু হতে চলেছে। গ্রুপবিন্যাস ও সূচি ঘোষণার আগেই সুপার কাপ নিয়ে জলঘোলা শুরু হল।

Mohun Bagan Super Giant: ডুরান্ড কাপ (Durand Cup 2025) বিদেশিহীন করার দাবি জানিয়ে লাভ হয়নি। এবার সুপার কাপে (Super Cup 2025) ৬ জনের বদলে ৪ জন বিদেশিকে খেলানোর দাবি জানাল মোহনবাগান সুপার জায়ান্ট। অতীতে অবশ্য সুপার কাপে ৬ জন বিদেশিকে নিয়েই খেলেছে সবুজ-মেরুন ব্রিগেড। প্রথম একাদশেই ৬ জন বিদেশি ফুটবলারকে রাখা হয়েছিল। কিন্তু এবার দিমিত্রিওস পেট্রাটসকে (Dimitrios Petratos) নিয়ে সমস্যা তৈরি হয়েছে। প্রধান কোচ হোসে মলিনার (José Francisco Molina) সঙ্গে মতানৈক্যের জেরে অস্ট্রেলিয়ার (Australia) তারকা ফুটবলার দল ছাড়তে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। পেট্রাটস যদি সত্যিই দল ছাড়েন, তাহলে সুপার কাপের আগে সমস্যায় পড়তে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। এই কারণেই সুপার কাপে বিদেশি ফুটবলার কমানোর দাবি জানানো হয়েছে।

জাতীয় দলে ফুটবলার না ছেড়ে ভারতীয় ফুটবলের স্বার্থ দেখছে মোহনবাগান সুপার জায়ান্ট!

কাফা নেশনস কাপের (CAFA Nations Cup 2025) জন্য জাতীয় শিবিরে ফুটবলার ছাড়েনি মোহনবাগান সুপার জায়ান্ট। এখন ভারতীয় ফুটবলের স্বার্থের কথা উল্লেখ করে সুপার কাপে বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর দাবি জানিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া। তিনি দাবি করেছেন, অতীতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) বলেছিলেন, ভারতীয় ফুটবলারদের তুলে আনতে দেশের সেরা লিগগুলোতে বিদেশির সংখ্যা কমানো উচিত। সেই নীতি অনুযায়ী সুপার কাপে বিদেশি ফুটবলার কমানোর দাবি জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু এতদিন কেন বিদেশি ফুটবলারের সংখ্যা কমানোর দাবি জানানো হয়নি, সে বিষয়ে সবুজ-মেরুন শিবির থেকে সদুত্তর পাওয়া যায়নি।

২৫ অক্টোবর শুরু সুপার কাপ

এবারের সুপার কাপ হবে গোয়ায় (Goa)। ২৫ অক্টোবর শুরু হবে এই টুর্নামেন্ট। ওড়িশা এফসি (Odisha FC) ছাড়া আইএসএল-এর (Indian Super League) ১২টি দল সুপার কাপে খেলতে পারে। আই লিগের (I-League) ৪ দল ইন্টার কাশী (Inter Kashi), রিয়াল কাশ্মীর (Real Kashmir), গোকুলাম কেরালা এফসি (Gokulam Kerala FC) ও রাজস্থান ইউনাইটেড (Rajasthan United) সুপার কাপে খেলবে। ১৬ দলকে ৪ গ্রুপে রাখা হবে। বৃহস্পতিবার গ্রুপবিন্যাস ও সূচি ঘোষণা করা হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল