ফের এক তারকা ফুটবলারের অবসর ঘোষণা। উরুগুয়ের (Uruguay) লুইস সুয়ারেজ (Luis Suarez) অবসর ঘোষণা করলেন।
ফের এক তারকা ফুটবলারের অবসর ঘোষণা। উরুগুয়ের (Uruguay) লুইস সুয়ারেজ (Luis Suarez) অবসর ঘোষণা করলেন।
প্রায় ১৭ বছরের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানালেন তিনি। উরুগুয়ের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডও সুয়ারেজের দখলে। দেশের হয়ে মোট ৬৯টি গোল করেছেন তিনি।
বছর ৩৭-এর সুয়ারেজ দেশের হয়ে খেলেছেন ১৪২টি ম্যাচ। গত ২০০৭ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় এই তারকা ফুটবলারের। এমনকি, ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে উরুগুয়েকে সেমিফাইনালে তোলার নেপথ্যে ছিলেন তিনিই। শুধু তাই নয়, পরের বছর দেশকে কোপা আমেরিকাও জেতান সুয়ারেজ।
তাঁর কথায়, “আগামী শুক্রবার আমি দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে নামব। চোটের জন্য কিংবা জাতীয় দলে সুযোগ পাচ্ছি না বলে অবসর নিচ্ছি এমনটা নয়। আমি এটা ভেবেই শান্তি পেয়েছি যে, নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি। তাই শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের ১০০ শতাংশ উজাড় করে দেব।”
উল্লেখ্য, আগামী শুক্রবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (FIFA World Cup Qualifiers) ম্যাচে প্যারাগুয়ের (Paraguay) বিরুদ্ধে খেলতে নামবেন সুয়ারেজ। এছাড়াও উরুগুয়েকে খেলতে হবে ভেনেজুয়েলার (Venezuela) বিরুদ্ধেও। সেই ম্যাচটি রয়েছে আগামী ১১ সেপ্টেম্বর। তবে সুয়ারেজ শেষ মাঠে নামছেন প্যারাগুয়ের বিরুদ্ধেই।
সুয়ারেজের মতে, “আমি চেয়েছিলাম যে, আমার সন্তানরা দেখুক আমি দেশের জার্সিতে বড় কিছু করতে পেরেছি। তাই শেষ গোলটা ওদের জন্য খুব আনন্দের ছিল। আমরা হয়ত ট্রফি জিততে পারিনি। কিন্তু আমার সন্তানরা ভীষণ খুশি হয়েছিল আমার গোলে।”
তাই সুয়ারেজ জানিয়েছেন, তিনি ঘরের মাঠেই অবসর নিতে চেয়েছেন। আর সেইজন্যই প্যারাগুয়ের বিরুদ্ধে খেলে অবসর নিতে চলেছেন বিশ্ব ফুটবলের এই তারকা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।