Bhaichung Bhutia: পুরুষদের তুলনায় মহিলা দলের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আশা বেশি, মত বাইচুংয়ের

Published : May 22, 2025, 06:47 PM ISTUpdated : May 22, 2025, 06:53 PM IST
Bhaichung Bhutia

সংক্ষিপ্ত

Indian Football: ভারতের কোনও পর্যায়ের ফুটবল দলই এখনও পর্যন্ত সরাসরি বিশ্বকাপের (FIFA World Cup) যোগ্যতা অর্জন করতে পারেনি। আয়োজক দেশ হিসেবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলেছে ভারত। অদূর ভবিষ্যতে সিনিয়র পর্যায়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আশা নেই।

Bhaichung Bhutia on Indian Football: বিশ্বকাপের (FIFA World Cup) মূলপর্বে দল সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হলেও, ভারতের পক্ষে যোগ্যতা অর্জন করা সম্ভব হচ্ছে না। আপাতত ভারতের পুরুষ দলের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আশা দেখছেন না ভারতীয় ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia)। তবে তিনি ভারতের মহিলা দল নিয়ে আশাবাদী। বাইচুং বলেছেন, 'ভারতের মহিলা দলের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের আশা অনেক বেশি । মহিলারাই পথ দেখাতে পারেন। পুরুষদের ফর্ম্যাটের মতোই মহিলাদের বিশ্বকাপেও দল সংখ্যা বাড়িয়েছে ফিফা। পুরুষদের ফুটবলে পশ্চিম এশিয়ার দলগুলি দাপট দেখায়। ওদের দেশের ক্লাবগুলির সাফল্য বেশি। কিন্তু পশ্চিম এশিয়ার দেশগুলি মহিলাদের ফুটবলে পিছিয়ে। ফলে ভারতের মতো দেশগুলির বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সুযোগ বেশি। ২০টির মতো দেশ মহিলাদের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে যোগই দেয় না। ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের পুরুষ দলের চেয়ে মহিলা দল অনেক এগিয়ে।'

কীভাবে মহিলা ফুটবলে উন্নতি করতে পারে ভারত?

মহিলা ফুটবলে উন্নতির জন্য বাইচুংয়ের পরামর্শ হল, ‘ছোটদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং পরিকাঠামোর উন্নতি করতে হবে। ভারতে মহিলা ফুটবলারদের জন্য একটিও ভালো অ্যাকাডেমি নেই। এখন মেয়েদের জন্য একমাত্র আবাসিক ফুটবল অ্যাকাডেমি হল বাইচুং ভুটিয়া ফুটবল স্কুলস। খুব মেশি মেয়ে ইন্ডিয়ান উইমেনস লিগে খেলছে না। বিভিন্ন রাজ্যের ফুটবল সংস্থা এবং অ্যাকাডেমিগুলিকে এগিয়ে আসতে হবে। মহিলাদের ফুটবলে বিনিয়োগ করতে হবে। একমাত্র তাহলেই কোচিংয়ের মান, প্রশিক্ষণের মান ও প্রতিযোগিতার মান বাড়ানো যেতে পারে। আমি বিশ্বাস করি, ভারতের পুরুষদের দলের তুলনায় মহিলা দলের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সুযোগ বেশি।’

ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

এএফসি র‍্যাঙ্কিংয়ে ভারতের মহিলা দল আছে ১২ নম্বরে। সেখানে পুরুষদের দল আছে ২২ নম্বরে। বাইচুংয়ের মতে, জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া এখন এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল। এই দলগুলি প্রতিবারই পুরুষদের বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করছে। এশিয়ার চতুর্থ দল হিসেবে সৌদি আরব বা ইরান বিশ্বকাপের মূলপর্বে খেলছে। ফলে ভারতের সুযোগ নেই বললেই চলে। মহিলা ফুটবলে পশ্চিম এশিয়ার দেশগুলি না থাকায় ভারতের সুযোগ বেশি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?