হালেপ-কে মাত দিয়ে ফাইনালে মুগুরুজা, পুরুষ বিভাগে ফোকাসে ফেডেরার-জোকার

  • ধারাবাহিক হালেপের সামনে এবার গুরবিন মুগুরুজা
  • তর্ক করায় শেষ ম্যাচে ফাইন দিতে হয় রজারকে
  • নাদাল ছিটকে যাওয়ায় ফেভারিট রজার ও জোকার

অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের বিদায় হয়ে গিয়েছে। ডমিনিক থিয়েমের কাছে হেরে ছিটকে যান তিনি। সেমিতে থিয়েমের সামনে এখন আলেকজান্ডার জেরেভ। নাদাল বেরিয়ে যাওয়ার এই মুহুর্তে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের দৌড়ে ফেভারিট এখন দুজন। রজার ফেডেরার এবং নোভাক জোকোভিচ। শেষ ম্যাচটিতে সামান্য অসুবিধে পোহালেও শেষপর্যন্ত জয় পান রজার। কিন্তু চেয়ার আম্পায়ারের সাথে তর্কে জড়ানোর ফলে ৩০০০ ডলার জরিমানা দিতে হয় তাকে। অপরদিকে ফেডেরারের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী জোকোভিচ। এই ম্যাচে জিতলেই নাদাল কে টপকে পুরুষদের বিভাগে বিশ্বের এক নম্বর জায়গাটি ফিরে পাবেন জোকার। কিন্তু এখন তিনি সে সব নিয়ে মাথা ঘামাতে নারাজ। তিনি জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেন জেতাটাই তাঁর মূল লক্ষ্য। তার জন্য আপাতত ফেডেরার-কে হারাতে হবে।এদিন যিনি জিতবেন তিনি ফাইনালে মুখোমুখি হবেন থিয়েম এবং জেরেভের ম্যাচের বিজয়ীর সঙ্গে। 

অপরদিকে মহিলাদের ফাইনালে ধারাবাহিক পারফর্মার সিমোনা হালেপের মুখোমুখি গুরবিন মুগুরুজা। হাড্ডাহাড্ডি ম্যাচ হয় তাদের মধ্যে। প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে প্রথম সেট জিতে নেন মুগুরুজা। এরপর দ্বিতীয় সেটেও প্রবল প্রতিদ্বন্দ্বীতার পর ৭-৫ ব্যাবধানে দ্বিতীয় সেটটিও জিতে নেন মুগুরুজা। ফাইনালে তিনি মুখোমুখি হবেন সোফিয়া কেনিনের। অ্যাশলে বার্তেই কে হারিয়ে সোফিয়া ফাইনালে ওঠেেছেন।

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP
'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
Konnagar-এ অবৈধ জলের কারবার ফাঁস! হাতেনাতে পাকড়াও অবৈধ ব্যবসায়ীদের, দেখুন | Hooghly News Today
'দিনকাল খুব খারাপ, পাশেই বাংলাদেশ' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | Bangla News |