Happy Teachers Day- প্রত্যেক সচিন পাক রমাকান্ত আচরেকরকে, শিক্ষক দিবসে শ্রদ্ধাজ্ঞাপন ক্রীড়াজগতের

Published : Sep 06, 2021, 01:18 PM IST
Happy Teachers Day- প্রত্যেক সচিন পাক রমাকান্ত আচরেকরকে, শিক্ষক দিবসে শ্রদ্ধাজ্ঞাপন ক্রীড়াজগতের

সংক্ষিপ্ত

কোচ-ছোট্ট দুটো শব্দ। কিন্তু তাঁরা বদলে দিয়েছেন ছাত্রদের জীবনের মানে, জীবনের মান।

কোচ-ছোট্ট দুটো শব্দ। কিন্তু তাঁরা বদলে দিয়েছেন ছাত্রদের জীবনের মানে, জীবনের মান। তাঁদের হাত ধরে নতুন নতুন প্রতিভা পেয়েছে ক্রীড়া বিশ্ব। তাঁরা গুরু, তাঁরাই পথপ্রদর্শক। সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) তাই আজও বিশ্বাস করেন, কোচ প্রয়াত রমাকান্ত আচরেকর (late Ramakanth Achrekar) না থাকলে, তিনি আজ এই জায়গায় পৌঁছতেন না। 

বিরাট কোহলির মুখে যখনই উঠে আসে ছেলেবেলার কোচ রাজকুমার শর্মার নাম, তিনি শ্রদ্ধায় মাথা নত করেন। একজন ক্রীড়াবিদ তৈরিতে কোচের ভূমিকা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তাই শিক্ষক দিবসে (Happy Teachers Day) দেখে নেওয়া যাক, কোন খেলোয়াড় নিজেদের গুরুদের সম্পর্কে কী বললেন। 

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

ICC ODI Ranking: কোহলিকে টপকে শীর্ষে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, রোহিত কোথায়?
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০: নাগপুরে ৪৮ রানে জয়, সিরিজের শুরুতেই ছন্দে অভিষেকরা