সামিকে দরাজ সার্টিফিকেট দিলেন ভারতীয় দলের বোলিং কোচ

Anirban Sinha Roy |  
Published : Nov 29, 2019, 04:29 PM IST
সামিকে দরাজ সার্টিফিকেট দিলেন ভারতীয় দলের বোলিং কোচ

সংক্ষিপ্ত

সামির প্রশংসা করলেন ভারতীয় দলের বোলিং কোচ বিশ্বের সেরা সিম পজিশন একা সামির হাতে, অরুণ অনেক বাঁধা কাটিয়ে সামি এখন ধারাবাহিক, দাবি ভরতের সামির পাশাপাশি ঈশান্তকেও বাহবা দিলেন বোলিং কোচ

শেষ দুই বছরে ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটিয়েছেন জোরে বোলাররা। বিদেশ সহ দেশের মাটিতে দুরন্ত ছন্দেই দেখা গিয়েছে সামি, বুমরা, ঈশান্ত, উমেশ, ভুবনেশ্বরদের। তবে বোলারদের এই সাফল্যের পিছনে নিজেদের মধ্যে বোঝাপড়াটাই মূল কারণ বলে এবার জানালেন ভারতীয় দলের কোচ ভরত অরুণ। একই সঙ্গে সামিকে বিশ্বের অন্যতম সেরা হিসাবেই ধরেন ভারতীয় দলের বোলিং কোচ। একই সঙ্গে ভারতীয় পেস বোলারদের এই ধারাবাহিকতা আগামী দিনে ধরে রাখার জন্য যথাযত ভাবে সবাইকে পথ দেখাছেন ভারতীয় বোলিং কোচ।

আরও পড়ুন, আইপিএল দল গুলিকে অভিনব বার্তা এনসিএ প্রধান রাহুল দ্রাবিড়ের


সামিকে নিয়ে ভরত অরুণ বলেন, 'সামি একজন দারুণ বোলার। অনেক সমস্যার সম্মুখিন হয়েছে সামি। বিশেষ করে ফিটনেস সমস্যা ছিল। তবে সব কিছুকে উপেক্ষা করে এখন বিশ্বের অন্যতম সেরা সামি। ওর সিম পজিশন বিশ্বের সর্ব শ্রেষ্ঠ। রবি ও আমি ওর সঙ্গে অনেক বার আলাদা করে বসেছি। সব কিছু নিয়ে কথাও হয়েছে। নিজের মধ্যে একটা ভালো পরিবর্তন এনেছে সামি। আর সেই সঙ্গে নিজের ফিটনেসের পাশাপাশি বোলিংয়েও দারুণ পরিবর্তন এনেছে। এখন খুব ভালো ছন্দেও আছে।'

আরও পড়ুন, ইডেনে পিঙ্ক বল টেস্টে থেকেই কাজ শুরু করেছে বিসিসিআই, ছবি উঠল ক্যামেরায় .

সামির পাশাপাশি ঈশান্ত শর্মাকে নিয়েও বেশ সুখ্যাতি করেন ভরত অরুণ। ভারতীয় দলের এই পেসারকে নিয়ে তিনি বলেন, 'ঈশান্ত শর্মার মধ্যে একটা আলাদা শক্তি আছে। ১০ বছর ফের ৫ উইকেট পেয়েছেন। এখন ও অনেক উন্নত। পাশাপাশি শেষ কিছু বছর ওর ধারাবাহিকতাটা সত্যিই প্রশংসনীয়। ডানহাতি ও বাঁহাতি দুই ব্যাটসম্যানের বিরুদ্ধেই দারুণ সুইং করান তিনি। খুব কম বোলারই এটা করার ক্ষমতা রাখে। একই সঙ্গে তাঁর উচ্চতাও একটা অ্যাডভান্টেজ। পাশাপাশি ওর অভিজ্ঞতা আমাদের দলের কাজে লাগে। ভারতের হয়ে ইতিমধ্যেই ৯০টির বেশি টেস্ট খেলে ফেলেছে।'

PREV
click me!

Recommended Stories

'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার
জুনিয়র হকি বিশ্বকাপ: আর্জেন্টিনার বিরুদ্ধে দুরন্ত প্রত্যাবর্তন, ব্রোঞ্জ ভারতের