লড়াই করেও সেমিতে হার, কেরিয়ারের প্রথম অলিম্পিকেই ব্রোঞ্জ জিতলেন লভলিনা

বক্সিংয়ে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হল লভলিনা বরগোহাঁইয়ের। তুরস্কের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সারের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে হার। ব্রোঞ্জ পদক জিতে নজির গড়লেন ভারতীয় বক্সার।
 

সোনা জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল লভলিনা বরগোহাঁইয়ের। মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট (৬৪-৬৯ কেজি) বিভাগের সেমি ফাইনালেই থামল ভারতীয় বক্সারের স্বপ্নের দৌড়। ফাইনালে ওঠার লড়াইয়ে  তুরস্কের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে হেরে গেলেন লভলিনা বরগোহাঁই। বক্সিংয়ে শেষ চারে জায়গা করে নেওয়ায় ব্রোঞ্জ জয় আগেই নিশ্চিৎ করেছিলেন ভারতীয় বক্সার। ভারতের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক পদক জিতলেন লভলিনা।

এদিন সেমি ফাইনালে  তুরস্কের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সারের বিরুদ্ধে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন লভলিনা। কিন্তু  বুসেনাজ সুরমেনেলির অভিজ্ঞতার কাছে কিছুটা হার মানতে হয় ভারতীয় বক্সারকে। তিনটি রাউন্ডেইল তুরস্কের বক্সারের সামনে বিশেষ সুবিধা করতে পারেননি লভলিনা। ফলে তিনটি রাউন্ডেই পাঁচ জন বিচারক একতরফা রায় দেন বুসেনাজের পক্ষে। তার উপর দ্বিতীয় রাউন্ডে একটি পেনাল্টি পয়েন্টও কাটা যায় লভলিনার। সব মিলেয়ে  ০-৫ ব্যবধানে পরাজিত হব লভলিনা বরগোহাঁই।

 

আরও পড়ুনঃএক চেষ্টাতেই ফাইনাল, জ্যাভলিন থ্রোয়ে পদকের আশা জোরদার করলেন নীরজ চোপড়া

আরও পড়ুনঃভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট, জেনে নিন দুই দলের শক্তি-দুর্বলতা ও রণনীতি

আরও পড়ুনঃচোট সমস্যায় জেরবার, দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা, দেখে নিন প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ

সেমিতে হারলেও কেরিয়ারের প্রথম অলিম্পিকে ব্রোঞ্জ জিতে নজির গড়লেন লভলিনা। টোকিও অলিম্পিক্সে মীরাবাই চানু, পিভি সিন্ধুর পর আরও এক মেয়ের হাত ধরেই পদক এল ভারতে। একইসঙ্গে বিজেন্দর সিং, মেরি কমদের সঙ্গে একই আসনে বিরাজমান হলেন লভলিনা।  প্রথম রাউন্ডে বাই পাওয়া লভলিনা দ্বিতীয় রাউন্ডে ৩-২ ব্যবধানে পরাজিত করেন জার্মানির নাদিন আপেত্জকে। কোয়ার্টার ফাইনাল পরাজিত করেন চাইনিজ তাইপের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার নিয়েন-চিন চেনকে। সেমিতে হারলেও লভলিনার লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News