একই দিনে জোড়া সাফল্য, আবারও সেরা বাংলার মেহুলি

Published : Sep 10, 2019, 07:39 PM IST
একই দিনে জোড়া সাফল্য, আবারও সেরা বাংলার মেহুলি

সংক্ষিপ্ত

আবারও সেরা বাংলার মেহুলি ঘোষ ১০ মিটার এরায় রাইফেলে সোনা জিতলেন বাংলার মেয়ে সিনিয়র ও জুনিয়র দুই বিভাগেই সোনা মেহুলির নভেম্বরে শুটিং বিশ্বকাপে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন মেহুলি

জাতীয় শুটিংয়ের ট্রায়াল বিভাগে আবারও সেরা বাংলার মেহুলি ঘোষ। সিনিয়র ও জুনিয়র দুই বিভাগেই সেরা হলেন বাংলার মেয়ে। ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে বঙ্গ তনয়ার এই সাফল্য। প্রথমে সিনিয়র বিভাগে নেমেছিলেন মেহুলি ঘোষ। ২৫২ পয়েন্ট স্কোর করে সেরা হন তিনি। দ্বিতীয় অন্ধ্র প্রদেশের শ্রেয়া আগরওয়াল। বিশ্বের একনম্বর অপূর্বি চান্ডিলা তৃতীয় হলেন। অপূর্বির স্কোর ২২৯.৩। এরপর জুনিয়র বিভাগে নামেন বাংলার মেয়ে। ২৫২.২ পয়েন্ট স্কোর করে এক নম্বরের তকমা ছিনিয়ে নেন অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছাত্রী। 

নভেম্বরের ১৭ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত চীনের পুতিয়ানে হবে শুটিং বিশ্বকাপ। কিছুদিন আগেই বিশ্বকাপে যাওয়ার ছাড়পত্র আদায় করেছেন। অপূর্বি চান্ডেলা, অঞ্জুম মৌদগিল, ভালারিয়ানের সঙ্গে বিশ্বকাপে যাবেন মেহুলি। বিশ্বকাপের টিকিট পাওয়ার পরই মেহুলি বলেছিলেন বিশ্বকাপ কঠিন হবে, কিন্তু তিনি ভয় পাচ্ছেন না। 

মেহুলির বিশ্বকাপ প্রস্তুতি যে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে সেটা জাতীয় পর্যায়ের এই সাফল্য থেকেই প্রমান করলেন মেহুলি ঘোষ। বিশ্বকাপের পাশাপাশি ২০২০ টোকিও অলিম্পিকের দিকেও চোখ রয়েছে জয়দীপ কর্মকারের ছাত্রীর। 
 

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত