যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে নাদাল, স্ট্রেট সেটে ওড়ালেন মারাদোনার দেশের তারকাকে

  • ইউএস ওপেনের সেমিফাইনালে নাদাল
  • স্ট্রেট সেটে হারালেন আর্জেন্তিনার দিয়েগোকে
  • ম্যাচের ফল ৬-৪,৭-৫,৬-২
  • সেমিফাইনালে ইতালির বেরেত্তিনের সামনে নাদাল

মারাদোনার দেশের খেলোয়াড়। নামও দিয়েগো। কিন্তু ফুটবল নয়, টেনিসের কোর্টে দেশের নাম উজ্জ্বল করতে এসেছিলেন। ইউএস ওপেনের শেষ আট পর্যন্ত পৌছালেন, কিন্তু শেষ চারে আর যাওয়া হল না আর্জেন্তিনার দিয়েগোর। কারণ কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে যে ছিলেন বিশ্ব টেনিসের অন্যতম লেজেন্ড রাফায়েল নাদাল। মারাদোনার দেশের প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন রাফা। ম্যাচের ফল ৬-৪,৭-৫,৬-২। এই নিয়ে অষ্টমবার ইউএস ওপেনের সেমিফাইনালে পৌছালেন স্পেনের তারকা। 

২০১০, ২০১৩ ও ২০১৭ সালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন রাফা। এবার তাঁর সামনে চতুর্থবার যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। রাফায়েল নাদালের সামনে আর বড় প্রতিপক্ষ কেউ নেই। চোটের জন্য ছিটকে গেছেন জোকোভিচ। রজারও বাইরে। তাই রাফার কাছে সুবর্ণ সুযোগ। কিন্তু রাফা এসব নিয়ে এখন থেকেই ভাবছেন না। বরং ম্যাচ বাই ম্যাচ এগোতে চাইছেন তিনি। সেমিফাইনালে ইতালির বেরেত্তিন রাফার প্রতিপক্ষ। পাশাপাশি নিউ ইয়র্কের আবহাওয়াও ভাবাচ্ছে নাদালকে। শেষ আটের ম্যাচেও গরমে নাজেহাল হয়ে পরেছিলেন রাফা।

Latest Videos

জোকোভিচ চোটের জন্য ছিটকে যাওয়ার পর সবার আশা ছিল নাদাল ফেডেরার ফাইনাল দেখার। কিন্তু রজারও ছিটকে যাওয়ার পর পুরষ বিভাগে তারকাদের সম্মান নাদালের হাতে। তিনি কি পারবেন শেষ হাসি হেসে ফ্ল্যাশিং মিডোয় ট্রফি জিতে নিতে। কাজটা সহজ নয়, বিশেষত এবারের ইউএস ওপেনে তারকাদের ভাগ্য যে খাতে বইছে তাতে টেনিস মহলের আশঙ্কা কাটছে না। 

Share this article
click me!

Latest Videos

'আমরা স্বাধীন করালাম আর বাংলাদেশ বাবা-মা ভাবছে পাকিস্তানকে', বাংলাদেশকে ধুয়ে দিলেন Locket Chatterjee
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
সৎ বাবা না পাষণ্ড! কাণ্ড দেখে আঁতকে উঠবেন আপনিও! | South 24 Parganas News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে